রায়গঞ্জ, 13 সেপ্টেম্বর : রায়গঞ্জ ও চাকুলিয়ার বেশকিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ বিকেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করলেন । ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি এবং BJP-র সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ হায়াজ়উদ্দীন। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডে BJP-র জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । রায়গঞ্জ ব্লকের শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল অঞ্চল সভাপতি আবদুল হকের নেতৃত্বে প্রায় 250 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ BJP-তে যোগদান করায় BJP-র রায়গঞ্জে যে আরও শক্তিবৃদ্ধি হল তা বলাই বাহুল্য ।
স্থানীয় BJP নেতৃত্বের কথায়, তৃণমূল কংগ্রেসের জেলা বা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্বকে বাদ রেখেই কাজকর্ম করে চলেছে । এছাড়াও দলে দুর্নীতিতে একেবারে ছেয়ে গেছে । বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকার নীচুতলার কর্মীরা তৃনমূল কংগ্রেসের কাজে বীতশ্রদ্ধ হয়েই তৃনমূল কংগ্রেস ছেড়ে দলে দলে BJP-তে যোগদান করছেন। রবিবার BJP-র জেলা সদর কার্যালয়ে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের তৃণমূল অঞ্চল কমিটির সভাপতি আবদুল হকের নেতৃত্বে কয়েক'শো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে BJP-তে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি।
আবদুল হক বলেন, “তৃণমূল কংগ্রেসের দলের বর্তমানে যা অবস্থা তাতে আমরা সম্পূর্ণভাবে বীতশ্রদ্ধ। এই কারণেই আমরা আজ BJP-তে যোগদান করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।”