রায়গঞ্জ, 17 নভেম্বর : নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনায় যুক্ত অভিযুক্তদের মঙ্গলবারের মধ্যে গ্রেপ্তার করতে হবে । দাবি না মানলে বুধবার থেকে সরাসরি কর্মবিরতিকে যাওয়ার হুমকি দিল রায়গঞ্জ মেডিক্যালের তৃণমূল কংগ্রেসের অস্থায়ী শ্রমিক সংগঠন । বিক্ষোভকারীদের দাবি, বহুবার নিরাপত্তারক্ষী-সহ স্বাস্থ্যকর্মীদের মারধর করা করা হয়েছে । এবার আন্দোলনের পথে নামতে চলেছেন তাঁরা ।
ঘটনার সূত্রপাত রবিবার । পথ দুর্ঘটনায় জখম এক যুবকের মৃত্যু হয় ওইদিন । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ওইদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে বিক্ষোভ দেখান মৃতের পরিবার । ওয়ার্ডে উপস্থিত নিরাপত্তারক্ষীদের মারধর এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে । পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । মারধরের জেরে দু'জন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা দাবি করেন । হাসপাতালের সহকারি সুপার অভীক মাইতি বলেন, "চিকিৎসক-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা জখম ওই যুবকের সঠিক সময়েই চিকিৎসা শুরু করেছিলেন । কোনও গাফিলতি হয়নি । কিন্তু কিছু মদ্যপ যুবক মিথ্যা অভিযোগ তুলে হাসপাতালে গণ্ডগোল বাধায় । নিরাপত্তারক্ষীদের মারধর করা হয়েছে । নার্সদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে ।"
রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । তৃণমূল প্রভাবিত হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে দু'দিন সময় দিয়েছি । তারমধ্যে আমাদের দাবি পূরণ না হলে হাসপাতালের অস্থায়ী কর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন ।"