ETV Bharat / state

দোকান খুললেও ব্যবসা নেই, চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা - corona

আনলকডাউনে দোকান খুললেও ব্যবসা প্রায় অচল ৷ তাই বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা ৷

gold traders are worried about business in gold shops in raiganj, north dinajpur
সোনার দোকান খুললেও ব্যবসা নেই, চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা
author img

By

Published : Jun 7, 2020, 4:52 PM IST

রায়গঞ্জ, 7 জুন : লকডাউন থেকে এখন আনলকডাউন-১ । স্বর্ণ ব্যবসায়ীরা দোকান খোলার নির্দেশ পেয়েছেন রাজ্য সরকারের তরফে । ফলে দোকান খুলতে শুরু করেছেন । তবে, দোকান খুললে কী হবে, দেখা নেই ক্রেতার । কবে স্বাভাবিক হয়ে আগের মতো গ্রাহকদের আনাগোনা হবে তা বলতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরাও । এই পরিস্থিতিতে চরম সমস্যায় পরেছে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত কর্মী ও স্বর্ণশিল্পীরা ।

লকডাউনের আগে সোনার দোকানে কাজের চাপ ভালোই ছিল । লকডাউনের কারণে সম্পূর্ণটাই পালটে গেছে । দীর্ঘ আড়াই মাস দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন সোনার দোকানের মালিকেরা । স্বর্ণশিল্পীরা কর্মহীন হয়ে বিপদে পড়েছেন ৷ রায়গঞ্জ শহরের ছোটো-বড় মিলে প্রায় 180 টি সোনার দোকান রয়েছে । কর্মী ও স্বর্ণশিল্পীরা মিলে আছেন প্রায় 800 জন । মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকেই এই ব্যবসার সাথে যুক্ত কর্মীরা বাড়িতে বসেছিলেন । বর্তমানে পঞ্চম দফার লকডাউন চলছে দেশজুড়ে । কিছু কিছু জায়গায় ছাড়ও দেওয়া হয়েছে । দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । কিন্তু সরকারি নিয়মকানুন মেনে খুলতে হবে দোকান । সেই নির্দেশ মেনেই সোনার দোকানগুলি খুলেছে দোকান মালিকরা । দোকান খোলায় খুশি হয়েছিলেন মালিক থেকে শুরু করে কর্মীরা । মালিকেরা ভেবে ছিলেন দোকান খুললে এবার ব্যবসা হবে । কিন্তু ছবিটা দেখা গেল উলটো । দোকান খুললেও দেখা নেই গ্রাহকের ।

সুব্রত লাহিড়ী নামে এক সোনার দোকানের মালিক বলেন, " দোকান খোলা শুরু হচ্ছে । প্রতিদিন সকালে এসে দোকান খোলা হচ্ছে ৷ রাতে বন্ধ করা হচ্ছে । তবে, গাড়ি ঠিকমত চলছে না ৷ ফলে বাইরের মানুষ আসতে পারছেন না । তার মধ্যে নেই কোনও বিয়ে, অন্নপ্রাশন । "

অন্যদিকে, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক তড়িৎ লাহিড়ী জানিয়েছেন, " দোকান খোলার পর আমরা আশায় ছিলাম এবার কিছুটা হলেও ব্যবসা হবে । কিন্তু দোকান সারাদিন খোলা থাকলেও গ্রাহকদের দেখা মিলছে না ৷ ফলে দোকানে কেনা কাটা হচ্ছে না । গাড়িঘোড়া যতদিন না স্বাভাবিক হবে , বাইরের লোক যতদিন না শহরে আসবে ৷ ততদিন গ্রাহকদের দেখা মিলবে না । ফলে চরম সমস্যায় পড়েছে স্বর্ণ ব্যবসায়ীরা । " তিনি আরও বলেন, কীভাবে তাঁরা কর্মীদের বেতন দেবেন , তা ভেবেই পাচ্ছেন না তাঁরা । আগামীতে এই সব বিষয় নিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে বসে আলোচনা করে কীভাবে কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করবেন তিনি ৷

রায়গঞ্জ, 7 জুন : লকডাউন থেকে এখন আনলকডাউন-১ । স্বর্ণ ব্যবসায়ীরা দোকান খোলার নির্দেশ পেয়েছেন রাজ্য সরকারের তরফে । ফলে দোকান খুলতে শুরু করেছেন । তবে, দোকান খুললে কী হবে, দেখা নেই ক্রেতার । কবে স্বাভাবিক হয়ে আগের মতো গ্রাহকদের আনাগোনা হবে তা বলতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরাও । এই পরিস্থিতিতে চরম সমস্যায় পরেছে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত কর্মী ও স্বর্ণশিল্পীরা ।

লকডাউনের আগে সোনার দোকানে কাজের চাপ ভালোই ছিল । লকডাউনের কারণে সম্পূর্ণটাই পালটে গেছে । দীর্ঘ আড়াই মাস দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন সোনার দোকানের মালিকেরা । স্বর্ণশিল্পীরা কর্মহীন হয়ে বিপদে পড়েছেন ৷ রায়গঞ্জ শহরের ছোটো-বড় মিলে প্রায় 180 টি সোনার দোকান রয়েছে । কর্মী ও স্বর্ণশিল্পীরা মিলে আছেন প্রায় 800 জন । মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকেই এই ব্যবসার সাথে যুক্ত কর্মীরা বাড়িতে বসেছিলেন । বর্তমানে পঞ্চম দফার লকডাউন চলছে দেশজুড়ে । কিছু কিছু জায়গায় ছাড়ও দেওয়া হয়েছে । দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । কিন্তু সরকারি নিয়মকানুন মেনে খুলতে হবে দোকান । সেই নির্দেশ মেনেই সোনার দোকানগুলি খুলেছে দোকান মালিকরা । দোকান খোলায় খুশি হয়েছিলেন মালিক থেকে শুরু করে কর্মীরা । মালিকেরা ভেবে ছিলেন দোকান খুললে এবার ব্যবসা হবে । কিন্তু ছবিটা দেখা গেল উলটো । দোকান খুললেও দেখা নেই গ্রাহকের ।

সুব্রত লাহিড়ী নামে এক সোনার দোকানের মালিক বলেন, " দোকান খোলা শুরু হচ্ছে । প্রতিদিন সকালে এসে দোকান খোলা হচ্ছে ৷ রাতে বন্ধ করা হচ্ছে । তবে, গাড়ি ঠিকমত চলছে না ৷ ফলে বাইরের মানুষ আসতে পারছেন না । তার মধ্যে নেই কোনও বিয়ে, অন্নপ্রাশন । "

অন্যদিকে, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক তড়িৎ লাহিড়ী জানিয়েছেন, " দোকান খোলার পর আমরা আশায় ছিলাম এবার কিছুটা হলেও ব্যবসা হবে । কিন্তু দোকান সারাদিন খোলা থাকলেও গ্রাহকদের দেখা মিলছে না ৷ ফলে দোকানে কেনা কাটা হচ্ছে না । গাড়িঘোড়া যতদিন না স্বাভাবিক হবে , বাইরের লোক যতদিন না শহরে আসবে ৷ ততদিন গ্রাহকদের দেখা মিলবে না । ফলে চরম সমস্যায় পড়েছে স্বর্ণ ব্যবসায়ীরা । " তিনি আরও বলেন, কীভাবে তাঁরা কর্মীদের বেতন দেবেন , তা ভেবেই পাচ্ছেন না তাঁরা । আগামীতে এই সব বিষয় নিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে বসে আলোচনা করে কীভাবে কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.