ETV Bharat / state

Free Ambulance: এক ফোনে হাজির, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবায় নজির গড়ছেন সফিকুল - Free car ambulance service

আজকের স্বার্থের সমাজে মানুষ যখন একে ওপরের পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করে ৷ তখন সামনে আসেন সফিকুল হকের মতো মানুষজন ৷ যারা কোনও স্বার্থ ছাড়াই পাশে দাঁড়ান অসহায় মানুষের ৷ মানুষের সেবাই পরম ধর্ম, এই আদর্শকে নিয়ে এগিয়ে চলে তাঁরা ৷ নিজের গাড়িতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেন সফিকুল ৷ তাঁর এই মানবিক সেবামূলক কাজকে বাহবা জানাচ্ছেন গ্রামের মানুষজন ৷

Free car ambulance service
বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা
author img

By

Published : May 13, 2023, 9:59 PM IST

অ্যাম্বুলেন্স পরিষেবায় নজির গড়ছেন সফিকুল

রায়গঞ্জ, 13 মে: শুধুমাত্র একটা ফোন করলেই গভীর রাতে বিনে পয়সায় জরুরি পরিস্থিতিতে পেয়ে যাবেন এই গাড়ি । সেই গাড়িতেই সাধারণ গরীব মানুষ পরিবারের অসুস্থ ব্যক্তিকে দ্রুততার সঙ্গে নিয়ে যেতে পারবেন হাসপাতালে । নিশ্চই ভাবছেন কোনও অত্যাধুনিক সরকারি অ্যাম্বুলেন্স । একদমই না । এই গাড়িটি সমাজকর্মী সফিকুল দার গাড়ি হিসেবে পরিচিত । মানুষের সেবাই পরম ধর্ম, সেই আদর্শকে পাথেয় করেই পরিষেবা দিয়ে চলেছেন রায়গঞ্জ ব্লকের ভিটিয়ারের বাসিন্দা সফিকুল হক ।

পেশায় ডেকরেটার্সের ব্যবসায়ী তিনি ৷ নিজের সেই আয় থেকেই কিনেছেন একটি গাড়ি ৷ আর সেই গাড়িতেই চলে তাঁর অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ নাম রেখেছেন, মানুষের সাথে মানুষের পাশে ৷ রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বিনামূল্যে পাওয়া যায় এই পরিষেবা ৷ জরুরি পরিস্থিতিতে দূর দূরান্তে ছুটে চলে সফিকুলর গাড়ি ৷ তবে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের পিছনে রয়েছে এক বেদনাদায়ক কাহিনী ৷

সফিকুল জানান, 2014 সালে এক ভয়ংকর বাস্তবের মুখোমুখি হয়েছিলেন তিনি । গাড়ির অভাবে সময়মত অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি । যার জন্য পিতৃ বিয়োগ ঘটে তাঁর । সেই অভিজ্ঞতা আজও তাঁর অন্তরকে নাড়িয়ে তোলে । পরবর্তীতে নিজে প্রতিষ্ঠিত হয়ে গাড়ি কেনেন । তারপর তিনি শুরু করেন এই সমাজ সেবামূলক কার্যক্রম । সফিকুল বলেন, "সাধারণত দিনের বেলা প্রচুর গাড়ি মেলে । কিন্তু রাতের আঁধারে গ্রামগঞ্জে চলে না গাড়ি । মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অনেক অসাধু গাড়ি চালক বেশি ভাড়া চেয়ে বসেন । সেসময় চরম দুর্ভোগে পড়তে হয় অসুস্থ ও তার পরিবারকে । তাই আমি রাত্রিকালীন পরিষেবা দিই একেবারেই বিনামূল্যে ।"

যত রাতই হোক সফিকুলকে একটা ফোন করলেই অসহায় গরিব পরিবারের অসুস্থ মানুষকে নিজের গাড়িতে করে সযত্নে হাসপাতালে পৌঁছে দেন তিনি । ভিটিয়ার-সহ সংলগ্ন একাধিক গ্রাম, এমনকী পার্শ্ববর্তী বিহারের একাংশ মানুষ এই সুবিধে পেয়ে থাকেন । এই সেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চান সফিকুল ৷ সকলকে তাঁর মতো এই কাজে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সকলের প্রিয় সফিকুল দা । তাঁর এই পরোপকারী মনোভাবে খুশি গ্রামের সাধারণ মানুষজন । তারা প্রাণ ভরে আশির্বাদ করেন এই সমাজকর্মীকে ।

আরও পড়ুন: বিনা চিকিৎসায় হারিয়েছিলেন বাবাকে, রক্ত জল করে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন মঞ্জুনাথ

অ্যাম্বুলেন্স পরিষেবায় নজির গড়ছেন সফিকুল

রায়গঞ্জ, 13 মে: শুধুমাত্র একটা ফোন করলেই গভীর রাতে বিনে পয়সায় জরুরি পরিস্থিতিতে পেয়ে যাবেন এই গাড়ি । সেই গাড়িতেই সাধারণ গরীব মানুষ পরিবারের অসুস্থ ব্যক্তিকে দ্রুততার সঙ্গে নিয়ে যেতে পারবেন হাসপাতালে । নিশ্চই ভাবছেন কোনও অত্যাধুনিক সরকারি অ্যাম্বুলেন্স । একদমই না । এই গাড়িটি সমাজকর্মী সফিকুল দার গাড়ি হিসেবে পরিচিত । মানুষের সেবাই পরম ধর্ম, সেই আদর্শকে পাথেয় করেই পরিষেবা দিয়ে চলেছেন রায়গঞ্জ ব্লকের ভিটিয়ারের বাসিন্দা সফিকুল হক ।

পেশায় ডেকরেটার্সের ব্যবসায়ী তিনি ৷ নিজের সেই আয় থেকেই কিনেছেন একটি গাড়ি ৷ আর সেই গাড়িতেই চলে তাঁর অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ নাম রেখেছেন, মানুষের সাথে মানুষের পাশে ৷ রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বিনামূল্যে পাওয়া যায় এই পরিষেবা ৷ জরুরি পরিস্থিতিতে দূর দূরান্তে ছুটে চলে সফিকুলর গাড়ি ৷ তবে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের পিছনে রয়েছে এক বেদনাদায়ক কাহিনী ৷

সফিকুল জানান, 2014 সালে এক ভয়ংকর বাস্তবের মুখোমুখি হয়েছিলেন তিনি । গাড়ির অভাবে সময়মত অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি । যার জন্য পিতৃ বিয়োগ ঘটে তাঁর । সেই অভিজ্ঞতা আজও তাঁর অন্তরকে নাড়িয়ে তোলে । পরবর্তীতে নিজে প্রতিষ্ঠিত হয়ে গাড়ি কেনেন । তারপর তিনি শুরু করেন এই সমাজ সেবামূলক কার্যক্রম । সফিকুল বলেন, "সাধারণত দিনের বেলা প্রচুর গাড়ি মেলে । কিন্তু রাতের আঁধারে গ্রামগঞ্জে চলে না গাড়ি । মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অনেক অসাধু গাড়ি চালক বেশি ভাড়া চেয়ে বসেন । সেসময় চরম দুর্ভোগে পড়তে হয় অসুস্থ ও তার পরিবারকে । তাই আমি রাত্রিকালীন পরিষেবা দিই একেবারেই বিনামূল্যে ।"

যত রাতই হোক সফিকুলকে একটা ফোন করলেই অসহায় গরিব পরিবারের অসুস্থ মানুষকে নিজের গাড়িতে করে সযত্নে হাসপাতালে পৌঁছে দেন তিনি । ভিটিয়ার-সহ সংলগ্ন একাধিক গ্রাম, এমনকী পার্শ্ববর্তী বিহারের একাংশ মানুষ এই সুবিধে পেয়ে থাকেন । এই সেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চান সফিকুল ৷ সকলকে তাঁর মতো এই কাজে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সকলের প্রিয় সফিকুল দা । তাঁর এই পরোপকারী মনোভাবে খুশি গ্রামের সাধারণ মানুষজন । তারা প্রাণ ভরে আশির্বাদ করেন এই সমাজকর্মীকে ।

আরও পড়ুন: বিনা চিকিৎসায় হারিয়েছিলেন বাবাকে, রক্ত জল করে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন মঞ্জুনাথ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.