রায়গঞ্জ, 17 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে জেরবার জনজীবন ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য প্রশাসনের তরফে আগেই 6টি জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ নেট পরিষেবা বন্ধ করা হয় উত্তর দিনাজপুরেও ৷ এ অবস্থায় অনেকেই এখন রায়গঞ্জ স্টেশনে ভিড় জমাচ্ছেন ৷ উদ্দেশ্য, বিনামূল্যে রেলের ওয়াই-ফাই ব্যবহার ৷
এ বিষয়ে গীতাঞ্জলির আনোয়ার আলম বলেন, "নেট নেই ৷ এক বন্ধু বলল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই রয়েছে ৷ তাই এখানে এসেছি ৷ স্টেশন চত্বরেই ইন্টারনেট পরিষেবা মিলছে ৷ বাইরে মিলছে না ৷ " অপর এক যুবক তারিখ আনোয়ার বলেন, "ইন্টারনেট পরিষেবা ছাড়া মোবাইল মূল্যহীন ৷ আজকাল নেট ছাড়া চলা যায় না ৷ "
বিভিন্ন প্রয়োজনে নেট পরিষেবা পেতে মোবাইল নিয়ে রায়গঞ্জ স্টেশনে আসছেন অনেকেই ৷ কেউ স্টেশনে বসেই চাকরির পরীক্ষার জন্য আবেদন করছেন, কেউ অনলাইনে গ্যাস, ইলেকট্রিসিটি বিল জমা করছেন ৷ কারণ স্টেশন চত্বর ছাড়া যে বাইরে সব জায়গায় নেট পরিষেবা বন্ধ ৷