ETV Bharat / state

নেট পরিষেবায় রায়গঞ্জবাসীর ভরসা রেলের ফ্রি ওয়াই-ফাই

রেলের ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের জন্য রায়গঞ্জ স্টেশনে ভিড় জমাচ্ছেন মানুষ ৷

for internet service people of Raiganj coming to railway station for free Wi-Fi
রায়গঞ্জবাসীর ভরসা রেলের ফ্রি ওয়াইফাই
author img

By

Published : Dec 17, 2019, 11:07 AM IST

Updated : Dec 17, 2019, 11:51 AM IST

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে জেরবার জনজীবন ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য প্রশাসনের তরফে আগেই 6টি জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ নেট পরিষেবা বন্ধ করা হয় উত্তর দিনাজপুরেও ৷ এ অবস্থায় অনেকেই এখন রায়গঞ্জ স্টেশনে ভিড় জমাচ্ছেন ৷ উদ্দেশ্য, বিনামূল্যে রেলের ওয়াই-ফাই ব্যবহার ৷

এ বিষয়ে গীতাঞ্জলির আনোয়ার আলম বলেন, "নেট নেই ৷ এক বন্ধু বলল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই রয়েছে ৷ তাই এখানে এসেছি ৷ স্টেশন চত্বরেই ইন্টারনেট পরিষেবা মিলছে ৷ বাইরে মিলছে না ৷ " অপর এক যুবক তারিখ আনোয়ার বলেন, "ইন্টারনেট পরিষেবা ছাড়া মোবাইল মূল্যহীন ৷ আজকাল নেট ছাড়া চলা যায় না ৷ "

দেখুন ভিডিয়ো...

বিভিন্ন প্রয়োজনে নেট পরিষেবা পেতে মোবাইল নিয়ে রায়গঞ্জ স্টেশনে আসছেন অনেকেই ৷ কেউ স্টেশনে বসেই চাকরির পরীক্ষার জন্য আবেদন করছেন, কেউ অনলাইনে গ্যাস, ইলেকট্রিসিটি বিল জমা করছেন ৷ কারণ স্টেশন চত্বর ছাড়া যে বাইরে সব জায়গায় নেট পরিষেবা বন্ধ ৷

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে জেরবার জনজীবন ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য প্রশাসনের তরফে আগেই 6টি জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ নেট পরিষেবা বন্ধ করা হয় উত্তর দিনাজপুরেও ৷ এ অবস্থায় অনেকেই এখন রায়গঞ্জ স্টেশনে ভিড় জমাচ্ছেন ৷ উদ্দেশ্য, বিনামূল্যে রেলের ওয়াই-ফাই ব্যবহার ৷

এ বিষয়ে গীতাঞ্জলির আনোয়ার আলম বলেন, "নেট নেই ৷ এক বন্ধু বলল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই রয়েছে ৷ তাই এখানে এসেছি ৷ স্টেশন চত্বরেই ইন্টারনেট পরিষেবা মিলছে ৷ বাইরে মিলছে না ৷ " অপর এক যুবক তারিখ আনোয়ার বলেন, "ইন্টারনেট পরিষেবা ছাড়া মোবাইল মূল্যহীন ৷ আজকাল নেট ছাড়া চলা যায় না ৷ "

দেখুন ভিডিয়ো...

বিভিন্ন প্রয়োজনে নেট পরিষেবা পেতে মোবাইল নিয়ে রায়গঞ্জ স্টেশনে আসছেন অনেকেই ৷ কেউ স্টেশনে বসেই চাকরির পরীক্ষার জন্য আবেদন করছেন, কেউ অনলাইনে গ্যাস, ইলেকট্রিসিটি বিল জমা করছেন ৷ কারণ স্টেশন চত্বর ছাড়া যে বাইরে সব জায়গায় নেট পরিষেবা বন্ধ ৷

Intro:রায়গঞ্জ, ১৬ ডিসেম্বরঃ- দেশজুড়ে এনআরসি এবং সি এ নিয়ে ইতিমধ্যেই অশান্তি ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় অশান্তি যেন আগুনে পরিবর্তন না হয় সেই জিনিস নিশ্চিত করতেই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ছয় রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর জেলা। জেলায় কোন জায়গাতেই মিলছে না ইন্টারনেটের সুবিধা।তাই ডিজিটাল যুগের মানুষ ভিড় জমিয়েছেন রায়গঞ্জ স্টেশনে। যেখানে রেলের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা নিচ্ছেন তারা।ইটিভি ভারতের পর্দায় ফুটে উঠল সেই ছবি। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রশ্ন করতেই অকপট স্বীকারোক্তি হ্যাঁ ইন্টারনেট ব্যবহার করার জন্যই রায়গঞ্জ স্টেশনে আমরা আসছি।Body:JfConclusion:Nf
Last Updated : Dec 17, 2019, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.