ETV Bharat / state

এসেছে করোনার দ্বিতীয় ঢেউ, রায়গঞ্জে গান গেয়ে শিল্পীর সচেতনতা প্রচার - করোনা

করোনার দ্বিতীয় ঢেউ শহর ছেড়ে গ্রামগঞ্জেও ঢুকতে শুরু করছে ৷ কিন্তু সবাই এখনও সমানভাবে সচেতন হননি ৷ মাস্কের ব্যবহার তাঁরা সর্বক্ষণ ঠিকমতো করছেন না ৷ তাই রায়গঞ্জের গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষকে সচেতন করতে গান বেঁধে তা পাড়ায় পাড়ায় গেয়ে বেড়াচ্ছেন উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী তরণীমোহন বিশ্বাস ।

রায়গঞ্জে শিল্পীর সাবধানতা গানে গানে
রায়গঞ্জে শিল্পীর সাবধানতা গানে গানে
author img

By

Published : May 27, 2021, 5:36 PM IST

Updated : May 27, 2021, 11:08 PM IST

রায়গঞ্জ, 27 মে : "মাস্ক পড়াটা ভীষণ জরুরি/ করোনার দ্বিতীয় ঢেউয়ে/ ছোট বড় সবারই/ মাস্ক পড়াটা জরুরি... "

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গ্রামেগঞ্জে । গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া কৃষক, দিনমজুর সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে সামিল করতে গান বেঁধে তা পাড়ায় পাড়ায় গেয়ে বেড়াচ্ছেন উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী রায়গঞ্জের বাসিন্দা তরণীমোহন বিশ্বাস । রায়গঞ্জের আশপাশের গ্রামেগঞ্জে এখন করোনা সচেতনতার অস্ত্র হিসাবে গুন গুন করে ঘুরে বেড়াচ্ছে "মাস্ক পড়াটা ভীষণ জরুরি ৷"

ভয়াবহ আকার ধারণ করেছে করোনার দ্বিতীয় ঢেউ । এবারে তা শহর ছাড়িয়ে প্রবেশ করেছে গ্রামগঞ্জেও । প্রতিদিনই বেড়ে চলেছে করোনায় সংক্রামিত ও মৃতের সংখ্যা । কিন্তু গ্রামগঞ্জের খেটে খাওয়া সাধারণ মানুষ এখনও কোথাও কোথাও মাস্ক ছাড়াই চলাফেরা করছেন । তাঁদের করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরাটা যে অত্যন্ত জরুরি, সেটা বোঝাতেই লোকসঙ্গীতকেই বেছে নিয়েছেন রায়গঞ্জের কাশিবাটির শিল্পী তরণীমোহন বিশ্বাস ।

করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে রায়গঞ্জবাসীকে সাবধান করতে গান গেয়ে প্রচারে লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস ৷

যতই মোবাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থাক না কেন, গ্রামের মানুষ আজও লোকসঙ্গীতকেই ভালবাসেন ৷ এই গান গ্রামের মাটির গান, মাটির মানুষের সঙ্গে লোকসঙ্গীতের আত্মিক যোগ রয়েছে । সেই কারণেই সমাজে যখনই কোনও সমস্যা, বিপদ বা যদি আনন্দময় যাই হোক না কেন, লোকসঙ্গীত শিল্পীরা তাই নিয়েই গান বাঁধেন ৷ প্রয়োজন পড়লে সেই গান নিয়ে পথে পথে বেরিয়ে পড়েন মানুষকে সচেতন করতে ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধ করতে বর্তমানে একমাত্র উপায় মাস্কের ব্যবহার । তাই মাস্ক পরাটা জরুরি বলে সচেতনতামূলক গান বেঁধে তা গেয়ে গেয়ে প্রচার করে চলেছেন লোকসঙ্গীত শিল্পী তরণীবাবু ৷ জানালেন, আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সমাজকে সচেতন করার লক্ষ্যে গান বেঁধেছেন তিনি ৷ এবারও করোনা নিয়ে প্রচারে ফের গান গাইছেন ৷ তাঁর ধারণা, গানের মাধ্যমেই গ্রামের মানুষ সচেতন হয়ে মাস্ক পড়বেন ।

আরও পড়ুন : 4 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ

রায়গঞ্জ, 27 মে : "মাস্ক পড়াটা ভীষণ জরুরি/ করোনার দ্বিতীয় ঢেউয়ে/ ছোট বড় সবারই/ মাস্ক পড়াটা জরুরি... "

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গ্রামেগঞ্জে । গ্রামগঞ্জের সাধারণ খেটে খাওয়া কৃষক, দিনমজুর সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে সামিল করতে গান বেঁধে তা পাড়ায় পাড়ায় গেয়ে বেড়াচ্ছেন উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী রায়গঞ্জের বাসিন্দা তরণীমোহন বিশ্বাস । রায়গঞ্জের আশপাশের গ্রামেগঞ্জে এখন করোনা সচেতনতার অস্ত্র হিসাবে গুন গুন করে ঘুরে বেড়াচ্ছে "মাস্ক পড়াটা ভীষণ জরুরি ৷"

ভয়াবহ আকার ধারণ করেছে করোনার দ্বিতীয় ঢেউ । এবারে তা শহর ছাড়িয়ে প্রবেশ করেছে গ্রামগঞ্জেও । প্রতিদিনই বেড়ে চলেছে করোনায় সংক্রামিত ও মৃতের সংখ্যা । কিন্তু গ্রামগঞ্জের খেটে খাওয়া সাধারণ মানুষ এখনও কোথাও কোথাও মাস্ক ছাড়াই চলাফেরা করছেন । তাঁদের করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরাটা যে অত্যন্ত জরুরি, সেটা বোঝাতেই লোকসঙ্গীতকেই বেছে নিয়েছেন রায়গঞ্জের কাশিবাটির শিল্পী তরণীমোহন বিশ্বাস ।

করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে রায়গঞ্জবাসীকে সাবধান করতে গান গেয়ে প্রচারে লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস ৷

যতই মোবাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থাক না কেন, গ্রামের মানুষ আজও লোকসঙ্গীতকেই ভালবাসেন ৷ এই গান গ্রামের মাটির গান, মাটির মানুষের সঙ্গে লোকসঙ্গীতের আত্মিক যোগ রয়েছে । সেই কারণেই সমাজে যখনই কোনও সমস্যা, বিপদ বা যদি আনন্দময় যাই হোক না কেন, লোকসঙ্গীত শিল্পীরা তাই নিয়েই গান বাঁধেন ৷ প্রয়োজন পড়লে সেই গান নিয়ে পথে পথে বেরিয়ে পড়েন মানুষকে সচেতন করতে ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধ করতে বর্তমানে একমাত্র উপায় মাস্কের ব্যবহার । তাই মাস্ক পরাটা জরুরি বলে সচেতনতামূলক গান বেঁধে তা গেয়ে গেয়ে প্রচার করে চলেছেন লোকসঙ্গীত শিল্পী তরণীবাবু ৷ জানালেন, আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সমাজকে সচেতন করার লক্ষ্যে গান বেঁধেছেন তিনি ৷ এবারও করোনা নিয়ে প্রচারে ফের গান গাইছেন ৷ তাঁর ধারণা, গানের মাধ্যমেই গ্রামের মানুষ সচেতন হয়ে মাস্ক পড়বেন ।

আরও পড়ুন : 4 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ

Last Updated : May 27, 2021, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.