ETV Bharat / state

34 নম্বর জাতীয় সড়কে নাগর নদীর জল, বন্যার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা - রায়গঞ্জ

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় 2017 সালে যে বন্যা হয়েছিল সেবারেও বিভিন্ন গ্রাম-গঞ্জের পাশাপাশি জল উঠেছিল জাতীয় সড়কে ।

Raiganj
Raiganj
author img

By

Published : Sep 29, 2020, 5:26 PM IST

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কের ঢুকে পড়ল নাগর নদীর জল । জলের কারণে যাতে জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী ভারী যানবাহন গুলি বিপদগ্রস্থ না হয় তা নিশ্চিত করতে বাঁশের খুঁটি পুঁতে পথ নির্দেশিকা চিহ্নিত করতে কাজ শুরু করল রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক বিভাগ । যদিও জাতীয় সড়কে জল উঠে যাওয়ার পর বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত উত্তর দিনাজপুরবাসী ।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় 2017 সালে যে বন্যা হয়েছিল সেবারেও বিভিন্ন গ্রাম গঞ্জের পাশাপাশি জল উঠেছিল জাতীয় সড়কে । মূলত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগকারী 34 নম্বর জাতীয় সড়কের উপর জল উঠে যাওয়ায় সে বছরও চরম দুর্ভোগে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে । এবারও অন্যান্য বারের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় জল ঢোকার পাশাপাশি ফের 34 নম্বর জাতীয় সড়কের উপর জল জমে গিয়েছে । যা নিয়ে বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন । যদিও গত দুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা পরিস্থিতি নাও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

রায়গঞ্জের বাসিন্দা অনির্বাণ সরকার বলেন, " জেলার বিভিন্ন বেসরকারি কম্পানিতে মার্কেটিং এ কাজ করি । বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি জল বেড়েছে । 2017 সালের মতো এবারও জাতীয় সড়কের উপর জল জমতে দেখলাম ।"

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কের ঢুকে পড়ল নাগর নদীর জল । জলের কারণে যাতে জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী ভারী যানবাহন গুলি বিপদগ্রস্থ না হয় তা নিশ্চিত করতে বাঁশের খুঁটি পুঁতে পথ নির্দেশিকা চিহ্নিত করতে কাজ শুরু করল রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক বিভাগ । যদিও জাতীয় সড়কে জল উঠে যাওয়ার পর বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত উত্তর দিনাজপুরবাসী ।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় 2017 সালে যে বন্যা হয়েছিল সেবারেও বিভিন্ন গ্রাম গঞ্জের পাশাপাশি জল উঠেছিল জাতীয় সড়কে । মূলত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগকারী 34 নম্বর জাতীয় সড়কের উপর জল উঠে যাওয়ায় সে বছরও চরম দুর্ভোগে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে । এবারও অন্যান্য বারের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় জল ঢোকার পাশাপাশি ফের 34 নম্বর জাতীয় সড়কের উপর জল জমে গিয়েছে । যা নিয়ে বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন । যদিও গত দুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা পরিস্থিতি নাও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

রায়গঞ্জের বাসিন্দা অনির্বাণ সরকার বলেন, " জেলার বিভিন্ন বেসরকারি কম্পানিতে মার্কেটিং এ কাজ করি । বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি জল বেড়েছে । 2017 সালের মতো এবারও জাতীয় সড়কের উপর জল জমতে দেখলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.