ETV Bharat / state

Threatening Shut Down Bus Service : 15 গুণ বেড়েছে ফিটনেস চার্জ, উত্তর দিনাজপুরে বাস পরিষেবা বন্ধের হুমকি - threatening to shut down bus services in Raiganj

একলাফে 15 গুণ বেড়েছে বাস-লরির ফিটনেস চার্জ ৷ বেসরকারি বাস পরিষেবা বন্ধের হুমকি উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (threatening to shut down bus services in Raiganj) ৷

threatening to shut down bus services in Raiganj
উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
author img

By

Published : Apr 5, 2022, 2:28 PM IST

রায়গঞ্জ, 5 এপ্রিল: কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয় একলাফে 15 গুণ বাড়িয়ে দিয়েছে বাস ও লরির ফিটনেস চার্জ, তার উপর ডিজেলের দাম সেঞ্চুরির পথে। এর পরেও আছে দ্বিগুণ হারে টোল ট্যাক্স। ফলে আর বেসরকারি বাস পরিষেবা চালানো সম্ভব হচ্ছে না (threatening to shut down bus services in Raiganj)। ফিটনেস চার্জ অবিলম্বে না কমানো হলে বাস পরিষেবা বন্ধের হুমকি দিল উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং জেলার বাস মালিক অ্যাসোসিয়েশনের বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Sagardighi Kerosene Recovered: পাচারের আগে 800 লিটার কেরোসিন উদ্ধার করল গ্রামবাসীরা

জানা গিয়েছে, কদিন আগেও যাত্রীবাহী বাস-মিনিবাস ও পণ্যবাহী লরির ফিটনেস চার্জ হিসেবে দিতে হত 800 টাকা। 2021 সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয় থেকে নির্দেশ জারি করে বলে হয়েছে, 15 বছরের উর্দ্ধে বাস ও লরির ফিটনেস বাবদ এখন থেকে 800 টাকার বদলে দিতে হবে 13 হাজার 500 টাকা। 800 টাকা থেকে একবারে বাড়িয়ে 13 হাজার 500 টাকা গাড়ির ফিটনেস চার্জ করে দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মালিকদের। একে গাড়ি চালানোর জন্য জ্বালানি ডিজেলের দাম হুহু করে বেড়ে 100 টাকা ছোঁয়ার পথে। এরপর আছে কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বিগুণ হারে টোল ট্যাক্স। ফলে রাস্তায় গাড়ি চালানো বা যাত্রী পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

এবিষয়ে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ‘‘কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে 15 বছরের উর্দ্ধে বাস ও লরির ফিটনেস বাবদ এখন থেকে 800 টাকার বদলে দিতে হবে 13 হাজার 500 টাকা। তার উপর ডিজেলের দাম বাড়ছে ৷ বেড়েছে ট্য়াক্সের খরচও ৷ আমরা এই বিপুল পরিমাণ লোকসানের বোঝা নিতে পারছি না ৷ সেজন্য় বাস পরিষেবা খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে ৷ সমস্ত বিষয়টি রাজ্য় নেতৃত্বকে জানানো হয়েছে ৷ 7 থেক 10 তারিখের মধ্য়ে একটি আলোচনায় বসা হবে ৷ তখনই ঠিক হবে আমরা কবে থেকে বাস পরিষেবা বন্ধ রাখব ৷’’

রায়গঞ্জ, 5 এপ্রিল: কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয় একলাফে 15 গুণ বাড়িয়ে দিয়েছে বাস ও লরির ফিটনেস চার্জ, তার উপর ডিজেলের দাম সেঞ্চুরির পথে। এর পরেও আছে দ্বিগুণ হারে টোল ট্যাক্স। ফলে আর বেসরকারি বাস পরিষেবা চালানো সম্ভব হচ্ছে না (threatening to shut down bus services in Raiganj)। ফিটনেস চার্জ অবিলম্বে না কমানো হলে বাস পরিষেবা বন্ধের হুমকি দিল উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং জেলার বাস মালিক অ্যাসোসিয়েশনের বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Sagardighi Kerosene Recovered: পাচারের আগে 800 লিটার কেরোসিন উদ্ধার করল গ্রামবাসীরা

জানা গিয়েছে, কদিন আগেও যাত্রীবাহী বাস-মিনিবাস ও পণ্যবাহী লরির ফিটনেস চার্জ হিসেবে দিতে হত 800 টাকা। 2021 সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয় থেকে নির্দেশ জারি করে বলে হয়েছে, 15 বছরের উর্দ্ধে বাস ও লরির ফিটনেস বাবদ এখন থেকে 800 টাকার বদলে দিতে হবে 13 হাজার 500 টাকা। 800 টাকা থেকে একবারে বাড়িয়ে 13 হাজার 500 টাকা গাড়ির ফিটনেস চার্জ করে দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মালিকদের। একে গাড়ি চালানোর জন্য জ্বালানি ডিজেলের দাম হুহু করে বেড়ে 100 টাকা ছোঁয়ার পথে। এরপর আছে কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বিগুণ হারে টোল ট্যাক্স। ফলে রাস্তায় গাড়ি চালানো বা যাত্রী পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

এবিষয়ে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ‘‘কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে 15 বছরের উর্দ্ধে বাস ও লরির ফিটনেস বাবদ এখন থেকে 800 টাকার বদলে দিতে হবে 13 হাজার 500 টাকা। তার উপর ডিজেলের দাম বাড়ছে ৷ বেড়েছে ট্য়াক্সের খরচও ৷ আমরা এই বিপুল পরিমাণ লোকসানের বোঝা নিতে পারছি না ৷ সেজন্য় বাস পরিষেবা খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে ৷ সমস্ত বিষয়টি রাজ্য় নেতৃত্বকে জানানো হয়েছে ৷ 7 থেক 10 তারিখের মধ্য়ে একটি আলোচনায় বসা হবে ৷ তখনই ঠিক হবে আমরা কবে থেকে বাস পরিষেবা বন্ধ রাখব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.