রায়গঞ্জ, 5 এপ্রিল : হিমঘরে না থাকায় সমস্যায় আলুচাষিরা । চলতি মরসুমে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে আলুর ফলন যথেষ্ট ভাল হয়েছে । তবে আলু মজুতের জন্য পর্যাপ্ত হিমঘরে না থাকায় চরম সমস্যায় পড়েছেন আলুচাষিরা (Farmers of Uttar Dinajpur facing problems due to lack of adequate cold storage facilities) ।
ইতিমধ্যেই জেলার অধিকাংশ হিমঘর ভরে গিয়েছে আলুর বস্তায় । কিন্তু এখনও প্রচুর আলুভর্তি ট্রাক দাঁড়িয়ে রয়েছে হিমঘরগুলির সামনে । এতে করে যানজট তৈরি হচ্ছে জাতীয় সড়কে ।
প্রতিবারের মতো এবারেও আলুর যথেষ্ট ফলন হয়েছে উত্তর দিনাজপুর জেলায় ৷ বিশেষ করে ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তে । কিন্তু হিমঘর পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা । জেলার সবকটি হিমঘর ইতিমধ্যে ভরে গিয়েছে । হিমঘরের গেটে এবিষয়ে নোটিস ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ । তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে লরি, ট্রাক্টর ভর্তি আলুর বস্তা নিয়ে হিমঘরগুলির সামনে লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে ।
আলু চাষি ইসমাইল আলি এ বিষয়ে বলেন, "প্রায় সাতদিন ধরে ট্রাকে করে আলুর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি । এখনও হিমঘরে আলু রাখতে পারিনি । এই অবস্থা চললে ক্ষতির মুখে পড়তে হবে ।"
রায়গঞ্জের পানিশালায় অবস্থিত একটি হিমঘরের মালিক গোপাল প্রসাদ বলেন, "আমাদের এখানে দুই লক্ষ চুয়াত্তর হাজার বস্তার ক্যাপাসিটি রয়েছে । সবটাই ভরে গিয়েছে । এবিষয়ে নোটিস দেওয়ার পাশাপাশি মাইকিংও করেছি আমরা । তবু দূর দূরান্ত থেকে চাষিরা আলু নিয়ে ভিড় করছেন হিমঘরের সামনে ।"
আরও পড়ুন : Viral Video of Youth With Fire Arms : আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভিডিয়ো ভাইরাল, মগরাহাট থেকে গ্রেফতার অভিযুক্ত