ETV Bharat / state

Jute Cultivation: জলের অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছ, ক্ষতির মুখে চাষিরা - Farmers facing losses as jute plant drying up

একটানা চলছে তাপপ্রবাহ ৷ বেশ কয়েকমাস ধরে দেখা নেই বৃষ্টির ৷ বর্ষাও এখনও ঢোকেনি বঙ্গে ৷ ফলে প্রখর রোদে ঝলসে যাচ্ছে গাছ ৷ নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমিতে চাষের পাট ৷ ব্যাপক ক্ষতির সম্মুখীণ হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার পাট চাষিরা ৷

Jute Cultivation
পাট চাষ
author img

By

Published : Jun 13, 2023, 8:53 PM IST

জলের অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছ

রায়গঞ্জ, 13 জুন: একটানা প্রবল তাপপ্রবাহ রাজ্যে ৷ যার জেরে ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুর জেলার পাট চাষিরা । প্রখর রোদের কারণে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা জমির পাট ৷ জলের অভাবে শুকিয়ে যাচ্ছে সব গাছ ৷ সেচের মাধ্যমে জল দিলেও তাতে বিশেষ লাভ কিছুই হচ্ছে না ৷ কেবল বাড়ছে খরচ ৷ চাষিদের এই অবস্থায় মাথায় হাত ৷ তবে আগামী তিন চারদিন জল সেচ করে পাট চাষ বাঁচিয়ে রাখার আবেদন করেছে কৃষি দফতর । দিন তিন চারেক পরেই বৃষ্টির আশার কথা শুনিয়েছেন কৃষি দফতরের আধিকারিক সফিক উল আলম । তবে কৃষি দফতরের এই আশ্বাসবানীতে স্বস্তি মেলেনি পাট চাষিদের । বরং চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের ৷

কৃষকদের অভিযোগ, একটানা প্রবল দাবদাহের কারণে পাট চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । প্রখর রোদের পাট গাছ শুকিয়ে গিয়েছে । হাজার হাজার টাকা খরচ করে তারা পাট চাষ করেছে ৷ তা নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরিতে চরম সমস্যায় পড়েছে পাট চাষিরা ।

প্রসঙ্গত, গত বছর পাটের দাম ভালো পাওযায় এবারে উত্তর দিনাজপুর জেলায় 29 হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে । ভূট্টা এবং ধান কেটে নিয়ে যে সমস্ত চাষি পাট চাষ করেছিলেন তাদের গাছগুলি অনেকটাই বড় হয়েছে । কিন্তু যে সমস্ত চাষি দেরিতে ধান কেটে পাট চাষ করেছে তারাই চরম সমস্যায় পড়েছেন । এবারে জেলায় কালবৈশাখীর বৃষ্টি খুব বেশি হয়নি । তার উপর একটানা প্রবল তাপপ্রবাহের কারণে মাটির নীচের জলস্তর অনেকটাই নেমে গিয়েছে । শুকিয়ে যাওয়া পাট গাছ বাঁচাতে কৃষকরা সেচের সাহায্য নিচ্ছেন ৷ কিন্তু তা হলেও মাটির নীচের জলস্তর নেমে যাওয়ায় সেচেও পর্যপ্ত জল উঠছে না ।

Jute Cultivation
প্রখর রোদে ঝলসে যাচ্ছে পাট গাছ

আরও পড়ুন: ফলন ও চাহিদা কম, সিঁদুরে মেঘ দেখছেন তরমুজ চাষিরা

জল সেচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে চাষিদের ৷ ফলে তারা আরও সমস্যায় পড়েছেন ৷ কৃষি দফতরের উপ-অধিকর্তা প্রশাসন সফিক উল আলম বলেন, "চলতি বছরে কালবৈশাখী বৃষ্টি কম হওয়ার কারণে কৃষিরা ক্ষতির মুখে পড়েছে । পাট চাষকে বাঁচিয়ে রাখতে আগামী তিন চারদিন সেচের সাহায্য নিতে হবে । এই তিন চারদিন পাট গাছ বেঁচে গেলে পরবর্তীতে বৃষ্টি হলে সমস্ত ক্ষতি পুষিয়ে যাবে ।"

জলের অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছ

রায়গঞ্জ, 13 জুন: একটানা প্রবল তাপপ্রবাহ রাজ্যে ৷ যার জেরে ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুর জেলার পাট চাষিরা । প্রখর রোদের কারণে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা জমির পাট ৷ জলের অভাবে শুকিয়ে যাচ্ছে সব গাছ ৷ সেচের মাধ্যমে জল দিলেও তাতে বিশেষ লাভ কিছুই হচ্ছে না ৷ কেবল বাড়ছে খরচ ৷ চাষিদের এই অবস্থায় মাথায় হাত ৷ তবে আগামী তিন চারদিন জল সেচ করে পাট চাষ বাঁচিয়ে রাখার আবেদন করেছে কৃষি দফতর । দিন তিন চারেক পরেই বৃষ্টির আশার কথা শুনিয়েছেন কৃষি দফতরের আধিকারিক সফিক উল আলম । তবে কৃষি দফতরের এই আশ্বাসবানীতে স্বস্তি মেলেনি পাট চাষিদের । বরং চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের ৷

কৃষকদের অভিযোগ, একটানা প্রবল দাবদাহের কারণে পাট চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । প্রখর রোদের পাট গাছ শুকিয়ে গিয়েছে । হাজার হাজার টাকা খরচ করে তারা পাট চাষ করেছে ৷ তা নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরিতে চরম সমস্যায় পড়েছে পাট চাষিরা ।

প্রসঙ্গত, গত বছর পাটের দাম ভালো পাওযায় এবারে উত্তর দিনাজপুর জেলায় 29 হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে । ভূট্টা এবং ধান কেটে নিয়ে যে সমস্ত চাষি পাট চাষ করেছিলেন তাদের গাছগুলি অনেকটাই বড় হয়েছে । কিন্তু যে সমস্ত চাষি দেরিতে ধান কেটে পাট চাষ করেছে তারাই চরম সমস্যায় পড়েছেন । এবারে জেলায় কালবৈশাখীর বৃষ্টি খুব বেশি হয়নি । তার উপর একটানা প্রবল তাপপ্রবাহের কারণে মাটির নীচের জলস্তর অনেকটাই নেমে গিয়েছে । শুকিয়ে যাওয়া পাট গাছ বাঁচাতে কৃষকরা সেচের সাহায্য নিচ্ছেন ৷ কিন্তু তা হলেও মাটির নীচের জলস্তর নেমে যাওয়ায় সেচেও পর্যপ্ত জল উঠছে না ।

Jute Cultivation
প্রখর রোদে ঝলসে যাচ্ছে পাট গাছ

আরও পড়ুন: ফলন ও চাহিদা কম, সিঁদুরে মেঘ দেখছেন তরমুজ চাষিরা

জল সেচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে চাষিদের ৷ ফলে তারা আরও সমস্যায় পড়েছেন ৷ কৃষি দফতরের উপ-অধিকর্তা প্রশাসন সফিক উল আলম বলেন, "চলতি বছরে কালবৈশাখী বৃষ্টি কম হওয়ার কারণে কৃষিরা ক্ষতির মুখে পড়েছে । পাট চাষকে বাঁচিয়ে রাখতে আগামী তিন চারদিন সেচের সাহায্য নিতে হবে । এই তিন চারদিন পাট গাছ বেঁচে গেলে পরবর্তীতে বৃষ্টি হলে সমস্ত ক্ষতি পুষিয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.