ETV Bharat / state

নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় 14 লক্ষ টাকার জাল মদ - Fake Liquor

গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ ।

নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় 14 লক্ষ টাকার জাল মদ
নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় 14 লক্ষ টাকার জাল মদ
author img

By

Published : Jun 10, 2021, 5:22 PM IST

রায়গঞ্জ, 10 জুন : লকডাউনের মাঝেই জাল মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা । বৃহস্পতিবার ভোররাতে চাকুলিয়া থানার অধীন কানকি ফাঁড়ির পুলিশ উদ্ধার করল 13 লক্ষ 81 হাজার 824 টাকার জাল মদ । গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নম্বর প্লেট বিহীন একটি লরি পূর্নিয়া মোড় থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে কিষানগঞ্জের উদ্দেশে যাচ্ছিল । কানকি বাসস্ট্যান্ডে নাকা চেকিংয়ে থাকা পুলিশের সন্দেহ হলে লরিটিতে তল্লাশি চালানো হয় । লরিটিতে তল্লাশি চালাতেই, তা থেকে উদ্ধার হয় প্রচুর জাল বিদেশি মদ ।

পুলিশ জানিয়েছে, ধৃত দলবীর সিং এবং সন্দীপ সিং পাঞ্জাবের চাজলি জেলার মেহেলাচক এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : বীরভূমের কাঁকরতলায় 20টি সকেট বোমা উদ্ধার

রায়গঞ্জ, 10 জুন : লকডাউনের মাঝেই জাল মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা । বৃহস্পতিবার ভোররাতে চাকুলিয়া থানার অধীন কানকি ফাঁড়ির পুলিশ উদ্ধার করল 13 লক্ষ 81 হাজার 824 টাকার জাল মদ । গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নম্বর প্লেট বিহীন একটি লরি পূর্নিয়া মোড় থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে কিষানগঞ্জের উদ্দেশে যাচ্ছিল । কানকি বাসস্ট্যান্ডে নাকা চেকিংয়ে থাকা পুলিশের সন্দেহ হলে লরিটিতে তল্লাশি চালানো হয় । লরিটিতে তল্লাশি চালাতেই, তা থেকে উদ্ধার হয় প্রচুর জাল বিদেশি মদ ।

পুলিশ জানিয়েছে, ধৃত দলবীর সিং এবং সন্দীপ সিং পাঞ্জাবের চাজলি জেলার মেহেলাচক এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : বীরভূমের কাঁকরতলায় 20টি সকেট বোমা উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.