ETV Bharat / state

দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, জানাজানি হতেই আত্মঘাতী যুগল - দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আত্মঘাতী

গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

couple commits suicide
বিবাহ বহির্ভূত সম্পর্ক, আত্মঘাতী যুগল
author img

By

Published : Dec 17, 2019, 10:24 PM IST

Updated : Dec 18, 2019, 12:01 AM IST

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন যুবতির স্বামী । তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত । এরপর যুবতি ও তাঁর দেওর দুজনেই আত্মহত্যা করেন । ঘটনাটি উত্তর দিনাজপুরের হাট কালিয়াগঞ্জের ভুইহারা গ্রামের । মৃতদের নাম রামকৃষ্ণ রায় ও সান্ত্বনা রাজবংশী ।

পরিবার সূত্রে জানা গেছে, ভুইহারা গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রধানের সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয় সান্ত্বনা রাজবংশীর । বিয়ের কয়েকদিন পর থেকেই সুরজিতের ভাই রামকৃষ্ণর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সান্ত্বনা । বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের । কিন্তু সান্ত্বনার পরিবার থেকে কেউই এই সম্পর্ক মানতে পারছিলেন না । রামকৃষ্ণর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করার কথাও একাধিকবার বলা হয় শ্বশুরবাড়ি থেকে । বিষয়টি জানতে পেরেছিলেন যুবতির স্বামীও । আর তা নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেই থাকত । পাড়া-পড়শিদের থেকেও শুনতে হচ্ছিল গঞ্জনা ।

গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন যুবতির স্বামী । তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত । এরপর যুবতি ও তাঁর দেওর দুজনেই আত্মহত্যা করেন । ঘটনাটি উত্তর দিনাজপুরের হাট কালিয়াগঞ্জের ভুইহারা গ্রামের । মৃতদের নাম রামকৃষ্ণ রায় ও সান্ত্বনা রাজবংশী ।

পরিবার সূত্রে জানা গেছে, ভুইহারা গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রধানের সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয় সান্ত্বনা রাজবংশীর । বিয়ের কয়েকদিন পর থেকেই সুরজিতের ভাই রামকৃষ্ণর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সান্ত্বনা । বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের । কিন্তু সান্ত্বনার পরিবার থেকে কেউই এই সম্পর্ক মানতে পারছিলেন না । রামকৃষ্ণর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করার কথাও একাধিকবার বলা হয় শ্বশুরবাড়ি থেকে । বিষয়টি জানতে পেরেছিলেন যুবতির স্বামীও । আর তা নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেই থাকত । পাড়া-পড়শিদের থেকেও শুনতে হচ্ছিল গঞ্জনা ।

গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ১৭ ডিসেম্বর, প্রসুন মৈত্র: দেওর বৌদির অবৈধ সম্পর্ক জানাজানি হতেই দুজনে একসাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হাট কালিয়াগঞ্জের ভুইহারা গ্রামে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই দুজনের নাম রামকৃষ্ণ রায়(২৬) ও সান্তনা রাজবংশী(২৩)।

পরিবারসূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ভুইহারা গ্রামের বাসিন্দা সুরজিত প্রধানের সঙ্গে মাস ছয়েক আগে সান্তনা রাজবংশীর সাথে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে সুরজিতের পিসতুত ভাই রামকৃষ্ণের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। তাদের সম্পর্কটা চুপিসারে চললেও কিছুদিন যাবত তা প্রকাশ্যে আসে। এরপর সুরজিত তার স্ত্রীকে তার পিসতুতো ভাইয়ের সম্পর্কটাকে নিয়ে নিষেধ করা হয়েছিল। কিন্তু স্ত্রী তার স্বামীর কথা পাত্তা না দিয়ে তাদের সম্পর্কটি চালিয়ে যাচ্ছিল। গতকাল রাত থেকে সুরজিতের স্ত্রী সান্তনা ও তার ভাই রামকৃষ্ণ আচমকায় নিখোঁজ হয়ে যায়। তাদেরকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার সকালে বাড়ির থেকে কিছুটা দুরে একটি গাছের মধ্যে দুজনকে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। দুজনের মৃতদেহ ঝুলতে দেখে এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পরে। এই খবর জানাজানি হতেই ছুটে আসে আশপাশ থেকে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত সান্তনার স্বামী সুরজিত প্রধান বলেন, তার স্ত্রীর সাথে তার পিসতুত ভাই রামকৃষ্ণের অবৈধ সম্পর্ক ছিল। মাস ছয়েক আগে বিয়ের পর থেকেই এই ঘটনা চুপিসারে চললেও কিছুদিন যাবত তা প্রকাশ্যে আসে। দুজনকেই আমি বারন করেছিলাম। এদিন সকালে তাদের মৃতদেহ দুটি ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

বাইট : সুরজিত প্রধান ( মৃত সান্তনার স্বামী)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Dec 18, 2019, 12:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.