রায়গঞ্জ, 17 ডিসেম্বর : দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন যুবতির স্বামী । তা নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত । এরপর যুবতি ও তাঁর দেওর দুজনেই আত্মহত্যা করেন । ঘটনাটি উত্তর দিনাজপুরের হাট কালিয়াগঞ্জের ভুইহারা গ্রামের । মৃতদের নাম রামকৃষ্ণ রায় ও সান্ত্বনা রাজবংশী ।
পরিবার সূত্রে জানা গেছে, ভুইহারা গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রধানের সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয় সান্ত্বনা রাজবংশীর । বিয়ের কয়েকদিন পর থেকেই সুরজিতের ভাই রামকৃষ্ণর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সান্ত্বনা । বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের । কিন্তু সান্ত্বনার পরিবার থেকে কেউই এই সম্পর্ক মানতে পারছিলেন না । রামকৃষ্ণর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করার কথাও একাধিকবার বলা হয় শ্বশুরবাড়ি থেকে । বিষয়টি জানতে পেরেছিলেন যুবতির স্বামীও । আর তা নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেই থাকত । পাড়া-পড়শিদের থেকেও শুনতে হচ্ছিল গঞ্জনা ।
গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।