ETV Bharat / state

আমি রাস্তায় নামবই, পুলিশ চাইলে গ্রেপ্তার করুক : দিলীপ

রায়গঞ্জে BJP-র বিজয় মিছিল করার কথা ছিল । কিন্তু মিছিল বাতিল করল প্রশাসন ।

author img

By

Published : Jun 7, 2019, 2:57 PM IST

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রায়গঞ্জ,7 জুন : আজ রায়গঞ্জে BJP-র বিজয় মিছিল উপলক্ষ্যে এসেছেন দিলীপ ঘোষ । আগে থেকে অনুমতি নেওয়া থাকলেও গতকাল রাতে তাদের পারমিশন বাতিল করে দেয় প্রশাসন । এর পাশাপাশি সার্কিট হাউজ়ে ঘর পাওয়া নিয়েও সমস্যা হয় ।

এই বিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "প্রশাসন সাহায্য করছে না। আমাদের মিছিলের অনুমতিও বাতিল করা হয়েছে । যারা হেরে গেছে তারা মিছিল করবে না স্বাভাবিক, যারা জিতেছে তারা করবে । মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে । কেউ যদি সকাল বেলা মনে করে মিছিল করতে দেবে না সেটা হয় না । আমি রাস্তায় বেরোবই । ইচ্ছা থাকলে তারা গ্রেপ্তার করতেই পারে । তবে তখন আমাদের হাজার হাজার লোক আসবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিজয় মিছিল বন্ধের নির্দেশ দেন । সেই ঘটনার ক্ষেত্রে দিলীপবাবু আরও বলেন, "উনি বিজয় মিছিল ঠিক করার কে? যতদিন ইচ্ছা ততদিন করব ।" এর পাশাপাশি তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই তার স্লোগানে জয় বাংলা আছে। তিনি বারবার প্রমাণ করছেন তিনি বাংলাদেশের সঙ্গে আছেন ভারতের সঙ্গে নেই। তৃণমূল চক্রান্ত করে আমাদের ফোন নম্বরগুলি ভাইরাল করেছে । এতে আমাদের ভালোই হয়েছে । অনেকেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ।"

রায়গঞ্জ,7 জুন : আজ রায়গঞ্জে BJP-র বিজয় মিছিল উপলক্ষ্যে এসেছেন দিলীপ ঘোষ । আগে থেকে অনুমতি নেওয়া থাকলেও গতকাল রাতে তাদের পারমিশন বাতিল করে দেয় প্রশাসন । এর পাশাপাশি সার্কিট হাউজ়ে ঘর পাওয়া নিয়েও সমস্যা হয় ।

এই বিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "প্রশাসন সাহায্য করছে না। আমাদের মিছিলের অনুমতিও বাতিল করা হয়েছে । যারা হেরে গেছে তারা মিছিল করবে না স্বাভাবিক, যারা জিতেছে তারা করবে । মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে । কেউ যদি সকাল বেলা মনে করে মিছিল করতে দেবে না সেটা হয় না । আমি রাস্তায় বেরোবই । ইচ্ছা থাকলে তারা গ্রেপ্তার করতেই পারে । তবে তখন আমাদের হাজার হাজার লোক আসবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিজয় মিছিল বন্ধের নির্দেশ দেন । সেই ঘটনার ক্ষেত্রে দিলীপবাবু আরও বলেন, "উনি বিজয় মিছিল ঠিক করার কে? যতদিন ইচ্ছা ততদিন করব ।" এর পাশাপাশি তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই তার স্লোগানে জয় বাংলা আছে। তিনি বারবার প্রমাণ করছেন তিনি বাংলাদেশের সঙ্গে আছেন ভারতের সঙ্গে নেই। তৃণমূল চক্রান্ত করে আমাদের ফোন নম্বরগুলি ভাইরাল করেছে । এতে আমাদের ভালোই হয়েছে । অনেকেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ।"
Intro:রায়গঞ্জ, ০৭ জুনঃ- পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই তার শ্লোগানে জয় বাংলা আছে।তিনি বারবার প্রমাণ করছেন তিনি বাংলাদেশের সঙ্গে আছেন ভারতের সঙ্গে নেই। তৃণমূল চক্রান্ত করে আমাদের ফোন নম্বরগুলি ভাইরাল করেছে।এতে আমাদের ভালোই হয়েছে।অনেকেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।বিজেপি নেতাদের ফোন নম্বর ভাইরাল করার প্রসঙ্গে ঠিক এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন রায়গঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,বহু মানুষ আমাদের সঙ্গে যোগ দিতে চাইছিলেন কিন্তু আমাদের নম্বর না থাকায় কথা বলতে পারেননি।তবে এবারে তৃণমূল আমাদের নম্বর ভাইরাল করে দিয়ে তাদের সুবিধে করেছে।আমাদের সামান্য সমস্যা হয়েছে ঠিকই কিন্তু সুবিধে বেশি হয়েছে।

এদিন রায়গঞ্জে বিজয় মিছিল উপলক্ষ্যে এসেছেন দিলীপবাবু।আগে থেকেও অনুমতি নেওয়া থাকলেও গতকাল রাতে তাদের পারমিশন বাতিল করে দেয় প্রশাসন।রায়গঞ্জের সার্কিট হাউসেও ঘর পাওয়া নিয়েও নানান সমস্যা হয়।এই বিষয়ে তিনি বলেন,আমাদের প্রশাসন সাহায্য করছে না।আমাদের মিছিলের অনুমতি বাতিল করা হয়েছে।তবে যাই হোক আমরা মিছিল করবই।আমি রাস্তায় নামবোই।পুলিশ চাইলে আমাদের গ্রেপ্তার করুক।মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আমরা মিছিল করব নাকি?

বাইট -দিলীপ ঘোষ।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।। Body:abConclusion:an
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.