কালিয়াগঞ্জ,18 এপ্রিল : ছেলে মিছিলকে নিয়ে ভোট দিলেন দীপা দাশমুন্সি। কালিয়াগঞ্জের বুথ নম্বর 80, মহেন্দ্রগঞ্জ জি এফ পি স্কুলে সকালেই ভোট দেন তিনি।
প্রথমে EVM-এ কিছু সমস্যার জন্য ভোট দিতে দেরি হয়। ভোট দিয়ে সাংবাদিকদের দীপা বলেন, "EVM-এ একটু সমস্যা হচ্ছিল। মেশিনটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন সব ঠিকঠাকভাবে চলছে।" নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "সব বুথে আমরা যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আশা করেছিলাম, তা নেই। 78% বুথে কেন্দ্রীয় বাহিনী আছে।" তাঁর ছেলে ভোট দিয়ে বলে, "এই প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। আমি নিশ্চিত যে মা জিতবে।"
সপ্তদশ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। আজ দ্বিতীয় দফার নির্বাচন চলছে রায়গঞ্জ সহ রাজ্যের তিনটি জেলায়।