ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় ৫০ লাখ টাকা অনুদান দেবশ্রী চৌধুরির

কোরোনা মোকাবিলার জন্য রায়গঞ্জের BJP সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি গত 24 তারিখ 50 লাখ টাকা জেলাশাসককের হাতে তুলে দেন ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 27, 2020, 2:26 PM IST

রায়গঞ্জ, ২৭ মার্চ : নিজের সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা কোরোনার চিকিৎসার জন্য উত্তর দিনাজপুর জেলাশাসকের হাতে তুলে দিলেন রায়গঞ্জের BJP সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি । এই টাকা ব্যবহারের জন্য জেলাশাসককে গত 24 তারিখ চিঠি দেন তিনি ৷ এরপরও যদি আরও কিছু আর্থিক সাহায্য প্রয়োজন হয় তাহলে তিনি দান করতেও উদ্য়েগী হবেন বলে জানিয়ছেন ।

গোটা বিশ্বে কোরনা সংক্রমণ হয়েছে । বাদ যায়নি ভারতও । ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকার কোরোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে । সমগ্র দেশকে বর্তমানে লকডাউন করা হয়েছে । সবকিছুর পরেও কোরোনা মোকাবিলায় পদক্ষেপ করতে হচ্ছে জেলা প্রশাসনকেও । আলাদা করে তৈরি করতে হচ্ছে নানান কোয়ারানটাইনের ব্যবস্থা । এর সঙ্গে বাইরে থেকে জেলায় আসা মানুষদের বারবার করে পরীক্ষা করতে হচ্ছে । প্রয়োজনে তাঁদের স্বাস্থ্য দপ্তর তৈরি করা হোম কোয়ারানটাইন রাখার বন্দোবস্ত করা হচ্ছে । এই ব্যবস্থা যথেষ্ট খরচ সাপেক্ষ । এবারে খরচের কিছুটা ভাগ বহন করতে উদ্যোগী হলেন দেবশ্রী চৌধুরী । তিনি ইতিমধ্যেই জেলাশাসককে 50 লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন । এরপরও যদি আরও কিছু প্রয়োজন হয় তবে তা দিতেও তিনি পিছুপা হবেন না বলেই জানিয়েছেন ।

এনিয়ে দেবশ্রীদেবী টেলিফোনে বলেন, " আমি ইতিমধ্যেই আমাদের জেলার করনা মোকাবিলার পরিকাঠামো সঠিকভাবে চালানোর জন্য 50 লাখ টাকা আমার সাংসদ তহবিল থেকে জেলাশাসককে দিয়েছি। এরপরও যদি আরও বেশি আর্থিক অনুদান প্রয়োজন হয় তবে তাও আমি দিতে রাজি । কোরোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে । এই ভাবনা থেকেই আমি এই অনুদান করেছি ।"

রায়গঞ্জ, ২৭ মার্চ : নিজের সাংসদ তহবিল থেকে 50 লাখ টাকা কোরোনার চিকিৎসার জন্য উত্তর দিনাজপুর জেলাশাসকের হাতে তুলে দিলেন রায়গঞ্জের BJP সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি । এই টাকা ব্যবহারের জন্য জেলাশাসককে গত 24 তারিখ চিঠি দেন তিনি ৷ এরপরও যদি আরও কিছু আর্থিক সাহায্য প্রয়োজন হয় তাহলে তিনি দান করতেও উদ্য়েগী হবেন বলে জানিয়ছেন ।

গোটা বিশ্বে কোরনা সংক্রমণ হয়েছে । বাদ যায়নি ভারতও । ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকার কোরোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে । সমগ্র দেশকে বর্তমানে লকডাউন করা হয়েছে । সবকিছুর পরেও কোরোনা মোকাবিলায় পদক্ষেপ করতে হচ্ছে জেলা প্রশাসনকেও । আলাদা করে তৈরি করতে হচ্ছে নানান কোয়ারানটাইনের ব্যবস্থা । এর সঙ্গে বাইরে থেকে জেলায় আসা মানুষদের বারবার করে পরীক্ষা করতে হচ্ছে । প্রয়োজনে তাঁদের স্বাস্থ্য দপ্তর তৈরি করা হোম কোয়ারানটাইন রাখার বন্দোবস্ত করা হচ্ছে । এই ব্যবস্থা যথেষ্ট খরচ সাপেক্ষ । এবারে খরচের কিছুটা ভাগ বহন করতে উদ্যোগী হলেন দেবশ্রী চৌধুরী । তিনি ইতিমধ্যেই জেলাশাসককে 50 লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন । এরপরও যদি আরও কিছু প্রয়োজন হয় তবে তা দিতেও তিনি পিছুপা হবেন না বলেই জানিয়েছেন ।

এনিয়ে দেবশ্রীদেবী টেলিফোনে বলেন, " আমি ইতিমধ্যেই আমাদের জেলার করনা মোকাবিলার পরিকাঠামো সঠিকভাবে চালানোর জন্য 50 লাখ টাকা আমার সাংসদ তহবিল থেকে জেলাশাসককে দিয়েছি। এরপরও যদি আরও বেশি আর্থিক অনুদান প্রয়োজন হয় তবে তাও আমি দিতে রাজি । কোরোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে । এই ভাবনা থেকেই আমি এই অনুদান করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.