রায়গঞ্জ, 21 জুলাই : নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত এক কিশোরী ও এক নাবালক । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি গ্রামের ।
মৃত কিশোরীর নাম সুস্মিতা প্রামাণিক এবং নাবালকের নাম সাগর প্রামাণিক । তারা সম্পর্কে ভাই-বোন । সুস্মিতা ও সাগর ভাঙাবাড়িতে পিসির বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে এসেছিল । আজ দুপুরে পিসির বাড়ির পাশে থাকা নাগর নদীতে স্নান করতে নামে তারা । স্থানীয়দের বক্তব্য, নদীতে জলের পরিমাণ বেশি থাকায় সাগর আচমকাই ডুবে যেতে থাকে । ভাইয়ের চিৎকার শুনে দিদি সুস্মিতা তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় । এরপর দিদি সেও জলে তলিয়ে যায় ৷
স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনাস্থানে গেছেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ । মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি ।