ETV Bharat / state

অপেক্ষাই সার, শাহ না-আসায় মন খারাপ দাড়িভিটে নিহতের পরিবারের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রোড শো সেরে অমিত শাহ যাবেন বলে ঠিক ছিল ৷ তাই দই-মিষ্টি বানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল দাড়িভিটের নিহত ছাত্রের পরিবার ৷ তবে শাহ শেষ পর্যন্ত না-যাওয়ায় তাদের মন খারাপ ৷

darivit family unhappy as amit shah did not visit
অপেক্ষাই সার, শাহ না-আসায় মন খারাপ দাড়িভিটের নিহত ছাত্রের পরিবারের
author img

By

Published : Apr 14, 2021, 10:39 AM IST

Updated : Apr 14, 2021, 10:58 AM IST

রায়গঞ্জ, 14 এপ্রিল: মঙ্গলবার সকাল থেকেই তত্পরতা তুঙ্গে ছিল দাড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের পরিবারে । কথা ছিল ইসলামপুরের রোড শো শেষ করেই তাদের বাড়িতে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । নিজে হাতে পরিবারের সদস্যরা তাঁর জন্য বানিয়ে রেখেছিলেন সুগার ফ্রি মিষ্টি এবং দই । নিহত তাপস ও রাজেশের সমাধিস্থলেও স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা জানানোর কথা থাকায় নেওয়া হয়েছিল যাবতীয় প্রস্তুতি । কিন্তু শেষ পর্যন্ত এলেন না অমিত শাহ । যাবতীয় আয়োজন-প্রস্ততি বিফলে যাওয়ায় মন খারাপ দুই নিহত ছাত্রের পরিবারের ।

মঙ্গলবার ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডলের নির্বাচনী প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রথমে তিনি ইসলামপুর শহরে বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডলকে সঙ্গে নিয়ে রোড শো করেন । ওই রোড শোতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ৷ অমিত শাহের রোড শো ইসলামপুর কলেজ মোড় থেকে শুরু হয়ে ইসলামপুর বাস টার্মিনালে শেষ করে দাড়িভিটে রাজেশ ও তাপসের বাড়িতে যাওয়ার কথা ছিল । বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শরীর খারাপ লাগায় তিনি আর দাড়িভিটে যাননি ।

আরও পড়ুন: কী আঁকলেন মমতা ?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাড়িভিটে না-যাওয়ায় মন খারাপ নিহত তাপসের মা মঞ্জুদেবীর ৷ তিনি বলেন, "দাদা আসবে বলে আমি না খেয়ে ছিলাম, কারণ দাদাকে দিয়ে রাজেশ ও তাপসের সমাধিতে যাব বলে আশায় ছিলাম । এছাড়াও দাদার জন্য সুগার ফ্রি মিষ্টি আর দই বানিয়েছিলাম, সেটাও খাওয়ানো হল না । তিনি না-আসাতে মনটা খারাপ লাগছে ।" আগামী দিনে শাহ তাঁর বাড়িতে আসতে পারেন বলে আশাপ্রকাশ করেছেন নিহতের মা ।

রায়গঞ্জ, 14 এপ্রিল: মঙ্গলবার সকাল থেকেই তত্পরতা তুঙ্গে ছিল দাড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের পরিবারে । কথা ছিল ইসলামপুরের রোড শো শেষ করেই তাদের বাড়িতে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । নিজে হাতে পরিবারের সদস্যরা তাঁর জন্য বানিয়ে রেখেছিলেন সুগার ফ্রি মিষ্টি এবং দই । নিহত তাপস ও রাজেশের সমাধিস্থলেও স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা জানানোর কথা থাকায় নেওয়া হয়েছিল যাবতীয় প্রস্তুতি । কিন্তু শেষ পর্যন্ত এলেন না অমিত শাহ । যাবতীয় আয়োজন-প্রস্ততি বিফলে যাওয়ায় মন খারাপ দুই নিহত ছাত্রের পরিবারের ।

মঙ্গলবার ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডলের নির্বাচনী প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রথমে তিনি ইসলামপুর শহরে বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডলকে সঙ্গে নিয়ে রোড শো করেন । ওই রোড শোতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ৷ অমিত শাহের রোড শো ইসলামপুর কলেজ মোড় থেকে শুরু হয়ে ইসলামপুর বাস টার্মিনালে শেষ করে দাড়িভিটে রাজেশ ও তাপসের বাড়িতে যাওয়ার কথা ছিল । বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শরীর খারাপ লাগায় তিনি আর দাড়িভিটে যাননি ।

আরও পড়ুন: কী আঁকলেন মমতা ?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাড়িভিটে না-যাওয়ায় মন খারাপ নিহত তাপসের মা মঞ্জুদেবীর ৷ তিনি বলেন, "দাদা আসবে বলে আমি না খেয়ে ছিলাম, কারণ দাদাকে দিয়ে রাজেশ ও তাপসের সমাধিতে যাব বলে আশায় ছিলাম । এছাড়াও দাদার জন্য সুগার ফ্রি মিষ্টি আর দই বানিয়েছিলাম, সেটাও খাওয়ানো হল না । তিনি না-আসাতে মনটা খারাপ লাগছে ।" আগামী দিনে শাহ তাঁর বাড়িতে আসতে পারেন বলে আশাপ্রকাশ করেছেন নিহতের মা ।

Last Updated : Apr 14, 2021, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.