ETV Bharat / state

নিম্নমানের খাবার ও জলের অভাব, কর্ণজোড়ায় অবরোধ কোরোনা আক্রান্তদের - কর্ণজোড়ায় সরকারি সেফ হাউস

কর্ণজোড়ায় সরকারি সেফ হোমে মোট 60 জন কোরোনা আক্রান্ত রয়েছেন । তাঁদের অভিযোগ, 21 তারিখ থেকেই তাঁদের একইরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । অথচ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা করা হয়নি । তাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা ।

Corona patients
Corona patients
author img

By

Published : Jul 28, 2020, 4:56 AM IST

রায়গঞ্জ,27 জুলাই : নেই ভালো খাবার, নেই পানীয় জলের ব্যবস্থা । এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার সেফ হোমে থাকা কোরোনা রোগীরা । রাস্তাও অবরোধ করেন তাঁরা ।

তাঁদের অভিযোগ, 21 তারিখ থেকেই তাঁদের একইরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । অথচ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা করা হয়নি । ভালো ব্যবস্থা না করলে জেলাশাসকের বাংলোতেও হামলার হুঁশিয়ারি দেন তাঁরা ।

কর্ণজোড়ায় সরকারি সেফ হোমে মোট 60 জন কোরোনা আক্রান্ত রয়েছেন । 21 তারিখ থেকে সেখানে রয়েছেন তাঁরা । তাঁদের অভিযোগ, প্রথম দিন থেকেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । পাশাপাশি এক এক রোগীকে মাত্র 500 মিলিলিটার পানীয় জল দেওয়া হচ্ছে । এছাড়া এই হাসপাতালে নেই কোনও সাফাইকর্মী । তাই সমস্যায় পড়েছেন তাঁরা ।

এই বিষয়ে বারবার স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে অভিযোগ করেও কোন ফল মেলেনি । শেষ পর্যন্ত আজ বিকেলে রাস্তা অবরোধ করেন তাঁরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

এক কোরোনা আক্রান্ত বলেন, "যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকেই এভাবে থাকতে হচ্ছে । সেই কারণেই আমরা রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি।"

রায়গঞ্জ,27 জুলাই : নেই ভালো খাবার, নেই পানীয় জলের ব্যবস্থা । এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার সেফ হোমে থাকা কোরোনা রোগীরা । রাস্তাও অবরোধ করেন তাঁরা ।

তাঁদের অভিযোগ, 21 তারিখ থেকেই তাঁদের একইরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । অথচ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা করা হয়নি । ভালো ব্যবস্থা না করলে জেলাশাসকের বাংলোতেও হামলার হুঁশিয়ারি দেন তাঁরা ।

কর্ণজোড়ায় সরকারি সেফ হোমে মোট 60 জন কোরোনা আক্রান্ত রয়েছেন । 21 তারিখ থেকে সেখানে রয়েছেন তাঁরা । তাঁদের অভিযোগ, প্রথম দিন থেকেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । পাশাপাশি এক এক রোগীকে মাত্র 500 মিলিলিটার পানীয় জল দেওয়া হচ্ছে । এছাড়া এই হাসপাতালে নেই কোনও সাফাইকর্মী । তাই সমস্যায় পড়েছেন তাঁরা ।

এই বিষয়ে বারবার স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে অভিযোগ করেও কোন ফল মেলেনি । শেষ পর্যন্ত আজ বিকেলে রাস্তা অবরোধ করেন তাঁরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

এক কোরোনা আক্রান্ত বলেন, "যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকেই এভাবে থাকতে হচ্ছে । সেই কারণেই আমরা রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.