ETV Bharat / state

কোরোনায় মৃতদের সংলগ্ন শশ্মানে দাহ করা হবে ? রায়গঞ্জে রাস্তা আটকে বিক্ষোভ

author img

By

Published : Apr 4, 2020, 3:32 PM IST

কোরোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের রায়গঞ্জ বন্দর শ্মশানঘাটে দাহ করার পরিকল্পনা করছে প্রশাসন । সেই গুজবের জন্য রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের ।

ছবি
ছবি

রায়গঞ্জ, 4 এপ্রিল : কোরোনায় মৃতদের রায়গঞ্জ বন্দর শ্মশানঘাটে দাহ করার পরিকল্পনা করছে প্রশাসন । এমনই গুজবে বাঁশ লাগিয়ে শ্মশানের রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । এর পাশাপাশি তাঁদের অভিযোগ, ওই এলাকায় পৌরসভা সমস্ত আবর্জনা নিয়ে এসে ফেলে যায় ।

রায়গঞ্জের বন্দর শ্মশানঘাট এলাকায় গতকাল পরিদর্শনে যান জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা । পরিকাঠামো যাচাই করে দেখেন তাঁরা । এরপর থেকেই শ্মশান লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে গুজব ছড়ায় যে ওই শ্মশানেই কোরোনায় মৃত ব্যক্তিদের দেহ নিয়ে এসে সৎকার করা হবে । যার ফলে কোরোনার সংক্রমণ হবে এলাকায় । গুজব ছড়াতেই লকডাউনকে উপেক্ষা করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । পরে স্থানীয় কাউন্সিলর তপন দাস এসে এলাকাবাসীকে দীর্ঘক্ষণ বোঝানোর পর তাঁরা অবরোধ তুলে নেন ।

তবে তাঁদের দাবি, কোনওভাবেই ওই এলাকায় করোনা আক্রান্তদের দাহ করা যাবে না । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুমিত্রা রায় বলেন, " গতকাল আমাদের এই বন্দর শ্মশান পরিদর্শন করে যায় জেলা প্রশাসন । আমরা জানতে পেরেছি কোরোনায় মৃতদের এখানে নিয়ে এসে দাহ করা হবে । এটা কোনভাবেই আমরা মেনে নেব না । তাই আমরা এই শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। "

রায়গঞ্জ, 4 এপ্রিল : কোরোনায় মৃতদের রায়গঞ্জ বন্দর শ্মশানঘাটে দাহ করার পরিকল্পনা করছে প্রশাসন । এমনই গুজবে বাঁশ লাগিয়ে শ্মশানের রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । এর পাশাপাশি তাঁদের অভিযোগ, ওই এলাকায় পৌরসভা সমস্ত আবর্জনা নিয়ে এসে ফেলে যায় ।

রায়গঞ্জের বন্দর শ্মশানঘাট এলাকায় গতকাল পরিদর্শনে যান জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা । পরিকাঠামো যাচাই করে দেখেন তাঁরা । এরপর থেকেই শ্মশান লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে গুজব ছড়ায় যে ওই শ্মশানেই কোরোনায় মৃত ব্যক্তিদের দেহ নিয়ে এসে সৎকার করা হবে । যার ফলে কোরোনার সংক্রমণ হবে এলাকায় । গুজব ছড়াতেই লকডাউনকে উপেক্ষা করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । পরে স্থানীয় কাউন্সিলর তপন দাস এসে এলাকাবাসীকে দীর্ঘক্ষণ বোঝানোর পর তাঁরা অবরোধ তুলে নেন ।

তবে তাঁদের দাবি, কোনওভাবেই ওই এলাকায় করোনা আক্রান্তদের দাহ করা যাবে না । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুমিত্রা রায় বলেন, " গতকাল আমাদের এই বন্দর শ্মশান পরিদর্শন করে যায় জেলা প্রশাসন । আমরা জানতে পেরেছি কোরোনায় মৃতদের এখানে নিয়ে এসে দাহ করা হবে । এটা কোনভাবেই আমরা মেনে নেব না । তাই আমরা এই শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.