ETV Bharat / state

শাশুড়িকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ, সন্তানকে নিয়ে আত্মহত্যা যুবতীর - Raigunj young women committed suicide

স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সঙ্গে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয় । তাঁদের দু'বছরের পুত্র সন্তানও রয়েছে ।

photo
ছবি
author img

By

Published : Dec 12, 2019, 10:30 PM IST

রায়গঞ্জ, ১২ ডিসেম্বর : শাশুড়িকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের জেরে দু'বছরের পুত্র সন্তানকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবতি । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের নসরতপুরের কাটাবাড়ি এলাকার। যুবতির নাম সাবিত্রী দাস রাজবংশী (23 ) । তাঁর সন্তান বিক্রম রাজবংশী । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সঙ্গে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয় । তাঁদের দু'বছরের পুত্র সন্তানও রয়েছে । বিয়ের পর থেকেই শাশুড়িকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত । ভবর অভিযোগ, সাবিত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন । বহরমপুরে তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল । স্ত্রী মাঝেমধ্যেই শাশুড়িকে মারধর করত । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল ৷

আজ সকালেও দু'জনের মধ্যে বিবাদ হয় । এরপর ভব বাড়ি থেকে কাজে বেড়িয়ে যান । কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন স্ত্রী সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, ১২ ডিসেম্বর : শাশুড়িকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের জেরে দু'বছরের পুত্র সন্তানকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবতি । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের নসরতপুরের কাটাবাড়ি এলাকার। যুবতির নাম সাবিত্রী দাস রাজবংশী (23 ) । তাঁর সন্তান বিক্রম রাজবংশী । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সঙ্গে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয় । তাঁদের দু'বছরের পুত্র সন্তানও রয়েছে । বিয়ের পর থেকেই শাশুড়িকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত । ভবর অভিযোগ, সাবিত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন । বহরমপুরে তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল । স্ত্রী মাঝেমধ্যেই শাশুড়িকে মারধর করত । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল ৷

আজ সকালেও দু'জনের মধ্যে বিবাদ হয় । এরপর ভব বাড়ি থেকে কাজে বেড়িয়ে যান । কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন স্ত্রী সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ১২ ডিসেম্বর, প্রসুন মৈত্র: শ্বাশুড়ি কে নিয়ে স্বামীর সাথে বিবাদের জেরে দুবছরের বছরের পুত্র সন্তানকে সাথে নিয়ে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের নসরতপুর কাটাবাড়ি এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতা গৃহবধূর নাম সাবিত্রী দাস রাজবংশী ও তার সন্তানের নাম বিক্রম রাজবংশী। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সাথে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয়। তাদের একটি দুবছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই শ্বাশুড়ি কে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বিবাদ লেগেই থাকত রাজবংশী দম্পতীর। স্বামী ভব রাজবংশীর দাবি তার স্ত্রী সাবিত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বহরমপুরে তার মানসিক রোগের চিকিৎসাও চলছিল। তাঁর স্ত্রী মাঝেমধ্যেই তার মা'কে মারধর করত। এনিয়ে দুজনের মধ্যে চরম অশান্তি ছিল। ভব মাঝেমধ্যে স্ত্রীকে সাবিত্রীকে মারধর করতেন বলে সূত্রের খবর। আজ সকালেও দুজনের মধ্যে বিবাদ হয়। এরপর খাওয়া দাওয়া করে ভব বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। কিছুক্ষন পর বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রী সাবিত্রী তাদের দুবছরের ছেলের গলায় দড়ির ফাঁস লাগিয়ে ওই একই দড়ি দিয়ে নিজেও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় সুভাষগঞ্জ কাটাবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

বাইট ১) ভব রাজবংশী ( মৃতার স্বামী)
২) মহম্মদ কুরবান আলি ( প্রতিবেশী)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.