রায়গঞ্জ, ১২ ডিসেম্বর : শাশুড়িকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের জেরে দু'বছরের পুত্র সন্তানকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবতি । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের নসরতপুরের কাটাবাড়ি এলাকার। যুবতির নাম সাবিত্রী দাস রাজবংশী (23 ) । তাঁর সন্তান বিক্রম রাজবংশী । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷
স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সঙ্গে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয় । তাঁদের দু'বছরের পুত্র সন্তানও রয়েছে । বিয়ের পর থেকেই শাশুড়িকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত । ভবর অভিযোগ, সাবিত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন । বহরমপুরে তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল । স্ত্রী মাঝেমধ্যেই শাশুড়িকে মারধর করত । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল ৷
আজ সকালেও দু'জনের মধ্যে বিবাদ হয় । এরপর ভব বাড়ি থেকে কাজে বেড়িয়ে যান । কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন স্ত্রী সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।