ETV Bharat / state

চা বাগানের দখল নিয়ে চোপড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ - chopra clash

দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে চা বাগান ঘিরে বিতর্ক ছিল । আজ সকালে সেই অশান্তি চরম আকার ধারণ করে । দু'পক্ষের সংঘর্ষে আটজন আহত হন ।

chopra clash
চা বাগান দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ
author img

By

Published : Dec 20, 2020, 3:14 PM IST

রায়গঞ্জ, 20 ডিসেম্বর : চা বাগান দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ির ঘটনা । দু'পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছেন উভয়পক্ষের আট জন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী ।

আরও পড়ুন : এবার চোপড়ায় 'দাদার অনুগামী' পোস্টার

আহতদের প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপাড়া বালাবাড়িতে একটি চা বাগান নিয়ে প্রতিবেশী গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল । আজ সকালে হরিপদ মণ্ডলের লোকজন চা বাগানে খুঁটি পোঁতার জন্য যায় । তখনই অপর পক্ষের লোকজন দা,কুড়াল, রড ও লাঠি নিয়ে হামলা চালায় । মুহূর্তের মধ্যেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সংঘর্ষে যতীন রায়ের পরিবারের পাঁচজন এবং হরিপদ মণ্ডলের পরিবারের তিনজন গুরুতর জখম হন ।

পূর্ণ মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, "আমার দাদু হরিপদ মণ্ডলের নামে রেকর্ড করা আছে । কিন্তু যতীন রায়ের লোকজন ওই জমি দখল করে নেয় । আজ আমরা বাগানে খুঁটি পোঁতার জন্য গেলে আমাদের উপর হামলা চালায় । এই হামলায় আমাদের পরিবারের তিনজন গুরুতর জখম হয় । " অন্যদিকে যতীন রায় বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগ দখল করে আসছি । আজ ওরা জমি দখল করার জন্য দলবল নিয়ে খুঁটি পোঁতার চেষ্টা করে । আমরা বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায় । এই ঘটনায় আমাদের পাঁচজন গুরুতর জখম হন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । "

রায়গঞ্জ, 20 ডিসেম্বর : চা বাগান দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ির ঘটনা । দু'পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছেন উভয়পক্ষের আট জন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী ।

আরও পড়ুন : এবার চোপড়ায় 'দাদার অনুগামী' পোস্টার

আহতদের প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপাড়া বালাবাড়িতে একটি চা বাগান নিয়ে প্রতিবেশী গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল । আজ সকালে হরিপদ মণ্ডলের লোকজন চা বাগানে খুঁটি পোঁতার জন্য যায় । তখনই অপর পক্ষের লোকজন দা,কুড়াল, রড ও লাঠি নিয়ে হামলা চালায় । মুহূর্তের মধ্যেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সংঘর্ষে যতীন রায়ের পরিবারের পাঁচজন এবং হরিপদ মণ্ডলের পরিবারের তিনজন গুরুতর জখম হন ।

পূর্ণ মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, "আমার দাদু হরিপদ মণ্ডলের নামে রেকর্ড করা আছে । কিন্তু যতীন রায়ের লোকজন ওই জমি দখল করে নেয় । আজ আমরা বাগানে খুঁটি পোঁতার জন্য গেলে আমাদের উপর হামলা চালায় । এই হামলায় আমাদের পরিবারের তিনজন গুরুতর জখম হয় । " অন্যদিকে যতীন রায় বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগ দখল করে আসছি । আজ ওরা জমি দখল করার জন্য দলবল নিয়ে খুঁটি পোঁতার চেষ্টা করে । আমরা বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায় । এই ঘটনায় আমাদের পাঁচজন গুরুতর জখম হন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.