রায়গঞ্জ, 24 নভেম্বর: ভুল ইঞ্জেকশন প্রয়োগের জেরে দেড়মাসের শিশুর মৃত্যুর অভিযোগে তোলপাড় স্বাস্থ্যকেন্দ্র । শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গোয়ালপাড়া স্বাস্থ্যকেন্দ্রে । মৃত শিশুর নাম সায়ন বর্মন । বাড়ি তাহেরপুরে । গোয়ালপাড়ায় মামার বাড়ি । পরিবার সূত্রের খবর, নিয়মমাফিক বৃহস্পতিবার টিকা নেওয়ার জন্য শিশুটিকে ওই স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় । সেখানে 3টি ইঞ্জেকশন দেওয়া হয় বাচ্চাটিকে ।
পরিবারের দাবি, ইঞ্জেকশন প্রয়োগের পর দুপুর থেকে অসুস্থ হতে থাকে বাচ্চাটি । ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । মৃত শিশুর বাবা উপেন বর্মন জানান, ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য তার বাচ্চার মৃত্যু হয়েছে । তিনি অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় । ওই স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ মিতুল সাহাকে ঘরে তালাবন্দি করে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার-সহ এলাকার মানুষজন । ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন-সহ অন্যান্য প্রতিনিধিরা । তাঁরা এসে তালা খোলেন । গ্রামবাসীদের বক্তব্য শোনা হয় । এরই মধ্যে উত্তেজিত বাসিন্দাদের একাংশ অভিযুক্ত ইনচার্জকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ ।
কেন শিশুটিকে ভুল ইঞ্জেকশন দোওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলে মৃত শিশুর পরিবার ও প্রতিবেশীরা । তারা জানান, এর আগেও এই কেন্দ্র থেকেই ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে একটি শিশুর পায়ে সংক্রমণ হয়ে যায় । পরে কেন্দ্র থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় । তাই অবিলম্বে কেন্দ্রের ইনচার্জকে বদলির পাশাপাশি তার শাস্তির দাবি করেন উত্তেজিত মানুষজন । অভিযুক্ত ইনচার্জকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । যদিও অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন খোদ ইনচার্জ মিতুল সাহা । এর বেশি কিছু বলতে চাননি তিনি । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । অন্যদিকে টেলিফোনে জেলা স্বাস্থ্য দফতরের অধিকারিক পূরণ কুমার শর্মা জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন :
1 শিশু কি কোষ্ঠকাঠিন্যে ভোগে ? মেনে চলুন এই ঘরোয়া টিপস
2 নিউমোনিয়া সারাতে দেড় মাসের শিশুকে গরম লোহার রডের ছ্যাঁকা!
3 গাজার হাসপাতালে উদ্ধার প্রি-ম্যাচিওর 30 শিশু, পাঠানো হচ্ছে মিশরের হাসপাতালে