ETV Bharat / state

রাত বাড়তেই রায়গঞ্জের রাস্তায় ভূতের বেশে হ্যালোইন উৎসব পালন - Celebrating Halloween in the streets of Raiganj in the guise of ghosts

হ্যালোইন মূলত ইউরোপিয়ান দেশগুলির উৎসব । সেখানে পিতৃপুরুষ ও যারা পরিবারের গত হয়েছেন তাঁদের সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন ঘটাতে এই উৎসব চালু হয়েছিল ।

Celebrating Halloween in the streets of Raiganj in the guise of ghosts
রাত বাড়তেই রায়গঞ্জের রাস্তায় ভুতের বেশে হ্যালোইন উৎসব পালন
author img

By

Published : Nov 1, 2020, 12:08 PM IST

রায়গঞ্জ, 1 নভেম্বর : গতকাল ছিল হ্যালোইন ডে ৷ তাই গত শুক্রবার গভীর রাতে রায়গঞ্জের রাজপথে পালিত হল হ্যালোইন উৎসব । বিভিন্নভাবে সেজে যুবক-যুবতিরা এই উৎসবের আনন্দে মেতে উঠলেন । বিভিন্ন ভয়াল চরিত্রে সেজে রায়গঞ্জের ব্যস্ততম রাস্তার মোড়ে যুবক-যুবতিদের ঘুরতে দেখা গেল ৷ তাদের ওই অবস্থায় দেখলে এক লহমায় কিছুটা চমকে উঠলেও আদতে তাদের গতিবিধি যথেষ্টই বন্ধুত্বপূর্ণ ছিল । মফস্বল শহরে এমন পাশ্চাত্য সভ্যতার নিদর্শন পেতে অনেকেই হ্যালোইনের ভূতদের কাছে গিয়ে সেলফি পর্যন্ত তুললেন ।

উদ্যোক্তারা জানিয়েছেন, হ্যালোইন মূলত ইউরোপিয়ান দেশগুলির উৎসব । সেখানে পিতৃপুরুষ ও যারা পরিবারের গত হয়েছেন তাঁদের সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন ঘটাতে এই উৎসব চালু হয়েছিল । সেই সময় নানান ধরনের রীতি নীতি ছিল মানুষের মধ্যে । তাঁরা ভাবতেন যে সকল শুভ আত্মা রয়েছে তাঁদের সঙ্গে অক্টোবর মাসে যখন ঋতু পরিবর্তন হয় তখন খুব সহজেই একাত্ম হওয়ার একটা সুযোগ থাকে । সেই কারণে এই সভ্যতা যুগ যুগ ধরে চলে আসছিল । বর্তমানে সারা বিশ্বেই উৎসব পালন হয় বলেও দাবি করেছেন উদ্যোক্তারা । তাঁদের দাবি, সেই সময়কার রীতিনীতিগুলো পরিবর্তন হয়ে অনেকটাই আধুনিক হলেও এখনও মানুষ ভাবেন শুভ আত্মাদের সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন ঘটানোর জন্যই এই উৎসব পালিত হয় । রায়গঞ্জের হ্যালোইন উৎসবের উদ্যোক্তাদের দাবি, শুধুমাত্র সাধারণ মানুষকে আনন্দ দিতেই এই উৎসব পালন করেছেন । এবছর কোরোনা পরিস্থিতির মধ্যে রাতে মানুষের ভিড় স্বাভাবিক না থাকায় প্রতিবছরের মতো চকলেট বা মিষ্টি বিতরণ করতে পারেননি তাঁরা । তাই খানিকটা মন খারাপ হলেও এই উৎসব আগামী দিনেও চলবে ।

উদ্যোক্তাদের মধ্যে সীমা ঘোষ বলেন, " আমরা বিদেশি সভ্যতার ভালো অংশ নিতে চেয়েছিলাম । এজন্যই এই উৎসব পালন করছি । শুভ আত্মাদের স্মরণে এই উৎসব পাশ্চাত্য দেশগুলিতে পালিত হয় । আমরা সেটাই করছি । মানুষের মধ্যে আনন্দ দেওয়াই আমাদের উদ্দেশ্য । " উৎসবে থাকা সায়নী দাস বলেন , " 17 দশকের ইউরোপীয় দেশগুলিতে হ্যালোইন উৎসব পালিত হত । তারপর আস্তে আস্তে সভ্যতার উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এই উৎসব সারা বিশ্বজুড়ে পালিত হয় । আমরাও তার ব্যতিক্রম নয় । আমরাও তাই এই উৎসব পালন করছি ৷ "

রায়গঞ্জ, 1 নভেম্বর : গতকাল ছিল হ্যালোইন ডে ৷ তাই গত শুক্রবার গভীর রাতে রায়গঞ্জের রাজপথে পালিত হল হ্যালোইন উৎসব । বিভিন্নভাবে সেজে যুবক-যুবতিরা এই উৎসবের আনন্দে মেতে উঠলেন । বিভিন্ন ভয়াল চরিত্রে সেজে রায়গঞ্জের ব্যস্ততম রাস্তার মোড়ে যুবক-যুবতিদের ঘুরতে দেখা গেল ৷ তাদের ওই অবস্থায় দেখলে এক লহমায় কিছুটা চমকে উঠলেও আদতে তাদের গতিবিধি যথেষ্টই বন্ধুত্বপূর্ণ ছিল । মফস্বল শহরে এমন পাশ্চাত্য সভ্যতার নিদর্শন পেতে অনেকেই হ্যালোইনের ভূতদের কাছে গিয়ে সেলফি পর্যন্ত তুললেন ।

উদ্যোক্তারা জানিয়েছেন, হ্যালোইন মূলত ইউরোপিয়ান দেশগুলির উৎসব । সেখানে পিতৃপুরুষ ও যারা পরিবারের গত হয়েছেন তাঁদের সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন ঘটাতে এই উৎসব চালু হয়েছিল । সেই সময় নানান ধরনের রীতি নীতি ছিল মানুষের মধ্যে । তাঁরা ভাবতেন যে সকল শুভ আত্মা রয়েছে তাঁদের সঙ্গে অক্টোবর মাসে যখন ঋতু পরিবর্তন হয় তখন খুব সহজেই একাত্ম হওয়ার একটা সুযোগ থাকে । সেই কারণে এই সভ্যতা যুগ যুগ ধরে চলে আসছিল । বর্তমানে সারা বিশ্বেই উৎসব পালন হয় বলেও দাবি করেছেন উদ্যোক্তারা । তাঁদের দাবি, সেই সময়কার রীতিনীতিগুলো পরিবর্তন হয়ে অনেকটাই আধুনিক হলেও এখনও মানুষ ভাবেন শুভ আত্মাদের সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন ঘটানোর জন্যই এই উৎসব পালিত হয় । রায়গঞ্জের হ্যালোইন উৎসবের উদ্যোক্তাদের দাবি, শুধুমাত্র সাধারণ মানুষকে আনন্দ দিতেই এই উৎসব পালন করেছেন । এবছর কোরোনা পরিস্থিতির মধ্যে রাতে মানুষের ভিড় স্বাভাবিক না থাকায় প্রতিবছরের মতো চকলেট বা মিষ্টি বিতরণ করতে পারেননি তাঁরা । তাই খানিকটা মন খারাপ হলেও এই উৎসব আগামী দিনেও চলবে ।

উদ্যোক্তাদের মধ্যে সীমা ঘোষ বলেন, " আমরা বিদেশি সভ্যতার ভালো অংশ নিতে চেয়েছিলাম । এজন্যই এই উৎসব পালন করছি । শুভ আত্মাদের স্মরণে এই উৎসব পাশ্চাত্য দেশগুলিতে পালিত হয় । আমরা সেটাই করছি । মানুষের মধ্যে আনন্দ দেওয়াই আমাদের উদ্দেশ্য । " উৎসবে থাকা সায়নী দাস বলেন , " 17 দশকের ইউরোপীয় দেশগুলিতে হ্যালোইন উৎসব পালিত হত । তারপর আস্তে আস্তে সভ্যতার উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এই উৎসব সারা বিশ্বজুড়ে পালিত হয় । আমরাও তার ব্যতিক্রম নয় । আমরাও তাই এই উৎসব পালন করছি ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.