ETV Bharat / state

ভাড়া না বাড়লে চলবে না বাস-মিনিবাস, হুঁশিয়ারি মালিক সংগঠনের

author img

By

Published : Jun 8, 2021, 3:58 PM IST

এদিন একটি স্টিকার সমস্ত বেসরকারি বাস মিনিবাসে সাঁটয়ে দিয়েছে বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । সেখানে লেখা হয়েছে বাস ভাড়া বৃদ্ধির দাবি না মানা হলে পরিষেবা অনিশ্চিত হয়ে পড়বে ৷

ভাড়া না বাড়লে চলবে না বাস-মিনিবাস, হুঁশিয়ারি মালিক সংগঠনের
ভাড়া না বাড়লে চলবে না বাস-মিনিবাস, হুঁশিয়ারি মালিক সংগঠনের

রায়গঞ্জ, 8 জুন : কার্যত লকডাউনের পর ভাড়া বৃদ্ধি না করলে বাস-মিনিবাস পরিষেবা অনিশ্চিত বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে বাস মিনিবাসের ভাড়া বাড়াতে হবে ও টোল ট্যাক্স প্রদানকারী গাড়িগুলির ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া বরাদ্দ অথবা ডিজেলকে জিএসটি'র আওতায় আনতে হবে ৷ এই দাবি তুলেছে ওই সংগঠন ৷

দাবি না মানা হলে কী হবে, সেই হুঁশিয়ারিও মঙ্গলবার দেওয়া হয়েছে ওই সংগঠনের তরফে ৷ এদিন একটি স্টিকার সমস্ত বেসরকারি বাস মিনিবাসে সাঁটয়ে দিয়েছে বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । সেখানে লেখা হয়েছে বাস ভাড়া বৃদ্ধির দাবি না মানা হলে পরিষেবা অনিশ্চিত হয়ে পড়বে ৷ ফলে লকডাউন শেষে আনলক পিরিয়ড শুরু হলেও তাঁদের পক্ষে যে রাস্তায় বাস নামানো সম্ভব নয়, তা স্পষ্ট করে দিলেন বাস মালিকেরা ।

বাস মালিকদের পোস্টার
বাস মালিকদের পোস্টার

প্রায় দেড় বছর ধরে চলছে লকডাউন ও আনলক পর্ব । করোনা সংক্রমণের আশঙ্কায় রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষ । আনলক পর্বে বাসগুলি রাস্তায় নামলেও যাত্রীর অভাবে ধুঁকছেন বাস মালিকেরা । এদিকে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম । ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হলেও ভাড়া বৃদ্ধি হয়নি বাস-মিনিবাসের । অস্বাভাবিক হারে ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস-মিনিবাসের জ্বালানি খরচ বেড়েছে দুই-তিন গুন হারে ।

বাস মালিকদের অভিযোগ, অথচ সরকার বাসের ভাড়া বৃদ্ধি করার কোনও উদ্যোগ নেয়নি সরকার । ফলে একপ্রকার ক্ষতি স্বীকার করেই বেসরকারি বাস পরিষেবা দিতে হচ্ছে । এমতাবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে আর রাস্তায় বাস চালানো সম্ভব হবে না বলে বাস মালিকরা জানাচ্ছেন ।

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাংগাসে মৃত চা শ্রমিক

উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে বাস-মিনিবাসের ভাড়া বাড়াতে হবে ।

রায়গঞ্জ, 8 জুন : কার্যত লকডাউনের পর ভাড়া বৃদ্ধি না করলে বাস-মিনিবাস পরিষেবা অনিশ্চিত বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে বাস মিনিবাসের ভাড়া বাড়াতে হবে ও টোল ট্যাক্স প্রদানকারী গাড়িগুলির ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া বরাদ্দ অথবা ডিজেলকে জিএসটি'র আওতায় আনতে হবে ৷ এই দাবি তুলেছে ওই সংগঠন ৷

দাবি না মানা হলে কী হবে, সেই হুঁশিয়ারিও মঙ্গলবার দেওয়া হয়েছে ওই সংগঠনের তরফে ৷ এদিন একটি স্টিকার সমস্ত বেসরকারি বাস মিনিবাসে সাঁটয়ে দিয়েছে বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । সেখানে লেখা হয়েছে বাস ভাড়া বৃদ্ধির দাবি না মানা হলে পরিষেবা অনিশ্চিত হয়ে পড়বে ৷ ফলে লকডাউন শেষে আনলক পিরিয়ড শুরু হলেও তাঁদের পক্ষে যে রাস্তায় বাস নামানো সম্ভব নয়, তা স্পষ্ট করে দিলেন বাস মালিকেরা ।

বাস মালিকদের পোস্টার
বাস মালিকদের পোস্টার

প্রায় দেড় বছর ধরে চলছে লকডাউন ও আনলক পর্ব । করোনা সংক্রমণের আশঙ্কায় রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষ । আনলক পর্বে বাসগুলি রাস্তায় নামলেও যাত্রীর অভাবে ধুঁকছেন বাস মালিকেরা । এদিকে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম । ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হলেও ভাড়া বৃদ্ধি হয়নি বাস-মিনিবাসের । অস্বাভাবিক হারে ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস-মিনিবাসের জ্বালানি খরচ বেড়েছে দুই-তিন গুন হারে ।

বাস মালিকদের অভিযোগ, অথচ সরকার বাসের ভাড়া বৃদ্ধি করার কোনও উদ্যোগ নেয়নি সরকার । ফলে একপ্রকার ক্ষতি স্বীকার করেই বেসরকারি বাস পরিষেবা দিতে হচ্ছে । এমতাবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে আর রাস্তায় বাস চালানো সম্ভব হবে না বলে বাস মালিকরা জানাচ্ছেন ।

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাংগাসে মৃত চা শ্রমিক

উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে বাস-মিনিবাসের ভাড়া বাড়াতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.