ETV Bharat / state

লকডাউনের জেরে রোজগারহীন বাসকর্মীদের পাশে দাঁড়ালেন ক্ষতিগ্রস্ত বাসমালিকরা - বন্ধ বাস পরিবহণ

করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে রাজ্যে ৷ 45 দিন ধরে বন্ধ বাস চলাচল ৷ কাজ নেই বাসকর্মীদের ৷ দিন আনা দিন খাওয়া মানুষেরা চরম দুর্দশার মুখোমুখি ৷ তাঁদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করল বাস মালিক সংগঠন ৷

বাসকর্মীদের খাদ্যসামগ্রী দিলেন বাসমালিকরা
বাসকর্মীদের খাদ্যসামগ্রী দিলেন বাসমালিকরা
author img

By

Published : Jun 28, 2021, 10:10 AM IST

রায়গঞ্জ, 28 জুন : দীর্ঘ 45 দিন ধরে কার্যত লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে বেসরকারি বাস-মিনিবাস চলাচল ৷ কর্মহীন হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কয়েকশো বাসকর্মী । এই বাসকর্মীদের হাতে এককালীন খাদ্যসামগ্রী তুলে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । রবিবার রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মালিক সংগঠনের অফিস থেকে বেসরকারি বাস ও মিনিবাসের চালক, কন্ডাক্টর আর তাঁদের সহযোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন বাস মালিকেরা । এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক, সুশান্ত বিশ্বাস-সহ জেলার বাস মালিকেরা । বাস মালিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা ।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে লকডাউন চলছে রাজ্যজুড়ে ৷ দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থা । সারা রাজ্যে কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাসকর্মীরা । রোজগার বন্ধ হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকেরাও । তবু বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে তাঁদের বাসে কর্মরত চালক, কন্ডাক্টর ও বাসকর্মীদের দুর্দশায় এককালীন খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সয়াবিন, সরষের তেল, লবণ দেওয়া হল । মালিকদের কাছ থেকে এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্বভাবতই আনন্দিত রোজগারহীন বাসকর্মীরা ।

লকডাউনের জেরে রোজগারহীন বাসকর্মীদের পাশে দাঁড়ালেন ক্ষতিগ্রস্ত বাসমালিকরা

আরও পড়ুন : পুরুলিয়ার 'মসীহা' চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়

উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, "লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত । কিন্তু দিন আনা দিন খাওয়া এই বাসকর্মীদের অবস্থা আরও খারাপ । মানবিকতার দিক দিয়ে বাসকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য যতটা সম্ভব এই খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে ।" তবে লকডাউন উঠলেও বাস চলবে কি না, সে নিয়ে কোনও নিশ্চয়তা দিলেন না তিনি ৷ টানা 45 দিন ধরে লকডাউন চলার ফলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে সরকার বাসের ভাড়া না বাড়ালে বাস চালানো মুশকিল বলে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ সম্পাদক ৷

রায়গঞ্জ, 28 জুন : দীর্ঘ 45 দিন ধরে কার্যত লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে বেসরকারি বাস-মিনিবাস চলাচল ৷ কর্মহীন হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কয়েকশো বাসকর্মী । এই বাসকর্মীদের হাতে এককালীন খাদ্যসামগ্রী তুলে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । রবিবার রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে মালিক সংগঠনের অফিস থেকে বেসরকারি বাস ও মিনিবাসের চালক, কন্ডাক্টর আর তাঁদের সহযোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন বাস মালিকেরা । এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক, সুশান্ত বিশ্বাস-সহ জেলার বাস মালিকেরা । বাস মালিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা ।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে লকডাউন চলছে রাজ্যজুড়ে ৷ দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থা । সারা রাজ্যে কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাসকর্মীরা । রোজগার বন্ধ হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকেরাও । তবু বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে তাঁদের বাসে কর্মরত চালক, কন্ডাক্টর ও বাসকর্মীদের দুর্দশায় এককালীন খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সয়াবিন, সরষের তেল, লবণ দেওয়া হল । মালিকদের কাছ থেকে এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্বভাবতই আনন্দিত রোজগারহীন বাসকর্মীরা ।

লকডাউনের জেরে রোজগারহীন বাসকর্মীদের পাশে দাঁড়ালেন ক্ষতিগ্রস্ত বাসমালিকরা

আরও পড়ুন : পুরুলিয়ার 'মসীহা' চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়

উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, "লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত । কিন্তু দিন আনা দিন খাওয়া এই বাসকর্মীদের অবস্থা আরও খারাপ । মানবিকতার দিক দিয়ে বাসকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য যতটা সম্ভব এই খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে ।" তবে লকডাউন উঠলেও বাস চলবে কি না, সে নিয়ে কোনও নিশ্চয়তা দিলেন না তিনি ৷ টানা 45 দিন ধরে লকডাউন চলার ফলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে সরকার বাসের ভাড়া না বাড়ালে বাস চালানো মুশকিল বলে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ সম্পাদক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.