ETV Bharat / state

কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা BSF জওয়ানের - আত্মহত্যার চেষ্টা জওয়ানের

নিজের সার্ভিস রাইফেল থেকে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা BSF জওয়ানের ৷ কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ এবং BSF

BSF জওয়ান
author img

By

Published : Jul 31, 2019, 4:52 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই : কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে বুকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা BSF জওয়ানের ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্ত চৌকির ঘটনা ৷

প্রেম সিং, BSF-এর 171 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ৷ আজ তাঁর ডিউটি ছিল পাঞ্জিপাড়া সীমান্ত চৌকিতে ৷ ডিউটি চলাকালীন তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্ত অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা করলেন তিনি তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ এবং BSF ৷

রায়গঞ্জ, 31 জুলাই : কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে বুকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা BSF জওয়ানের ৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্ত চৌকির ঘটনা ৷

প্রেম সিং, BSF-এর 171 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ৷ আজ তাঁর ডিউটি ছিল পাঞ্জিপাড়া সীমান্ত চৌকিতে ৷ ডিউটি চলাকালীন তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্ত অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা করলেন তিনি তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ এবং BSF ৷

Intro:রায়গঞ্জ, ৩১ জুলাই, প্রসুন মৈত্র: কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে নিজের বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্তচৌকিতে। গুরুতর জখম প্রেম সিং নামের ওই বিএসএফ জওয়ানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাঞ্জিপাড়া সীমান্তচৌকি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএসএফ এর ১৭১ নম্বর ব্যাটালিয়নের প্রেম সিং নামে এক জওয়ানের আজ ডিউটি ছিল গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া সীমান্তচৌকিতে। ডিউটি চলাকালীন আচমকা প্রেম সিং তার নিজের রাইফেল থেকে নিজের বুকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গী জওয়ানেরা দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে। ইসলামপুর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ওই বিএসএফ জওয়ানের গুলি বুক দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বাইরে বেড়িয়ে যায়। তার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ।

বাইট ১) চিকিৎসক (ইসলামপুর মহকুমা হাসপাতাল)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.