রায়গঞ্জ, 9 জুলাই : চা বাগানের দখলদারি নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ চলল গুলিও ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি 10 বছরের এক বালক ৷ শুক্রবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বুড়িজাগির গ্রামের গাঠিয়াটোল এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই বালকের নাম শাহনওয়াজ ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু পরে শাহনওয়াজের অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ ৷ তাদের হস্তক্ষেপেই সংঘর্ষ থামে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷
আরও পড়ুন : জয়নগরে জমি বিবাদের জেরে সংঘর্ষ, জখম 11
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার বুড়িজাগির গ্রামের গাঠিয়াটোল এলাকার ডানকান কোম্পানির একটি পরিত্যক্ত চা বাগানে কাজ করছিলেন এলাকার কিছু মানুষ ৷ তাঁদের এক দল কামরুল হক এবং অন্য দল মহম্মদ হুদার গোষ্ঠীর বলে দাবি স্থানীয়দের ৷ অভিযোগ, চা বাগানের জমির দখলদারি নিয়ে হুদা এবং কামরুলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ৷ শুক্রবার তা চরমে ওঠে ৷ শুরু হয় সংঘর্ষ ৷ হঠাৎই দু’পক্ষের মধ্যে গুলি চলতে শুরু করে ৷ এমনকী, চা বাগান দখলের লড়াই ছড়িয়ে পড়ে গ্রামের অন্দরেও ৷ সেখানেও শুরু হয় অশান্তি ৷
গ্রামের রাস্তায় সেই সময় অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল শাহনওয়াজ ৷ তার গায়ে গুলি এসে লাগে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহনওয়াজের পেটে গুলি লাগে ৷ প্রতিবেশীরাই দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয় ৷ কিন্তু এরপরই শাহনওয়াজের অবস্থার অবনতি হতে শুরু করে ৷ চিকিৎসকেরা তাকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন ৷
আরও পড়ুন : Gang War in Kolkata : দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, চলল গুলি
এদিকে, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷ গ্রাম্য বিবাদে গুলি কেন চলল, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে ৷ কে বা কারা গুলি চালাল, তারা আগ্নেয়াস্ত্রই বা কোথায় পেল, সবদিকই খতিয়ে দেখছে পুলিশ ৷