ETV Bharat / state

বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে রায়গঞ্জে প্রতীকী অনশন-বিক্ষোভ BJP-র

author img

By

Published : May 1, 2020, 8:37 PM IST

আজ রায়গঞ্জে প্রতীকী অনশন-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন BJP নেতা-কর্মীরা ।

bjp protests on electricity bill in raigunj, north dinajpur
বিদ্যুতের বিল মকুব ও অন্যান্য দাবিতে প্রতীকী অনশন বিক্ষোভ জেলা BJP - র

রায়গঞ্জ, 1 মে : লকডাউনের জেরে যারা আর্থিক সংকটে পড়েছে তাদের 3 মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে প্রতীকী অনশন-বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা BJP । হ্যারিকেন জ্বালিয়ে জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয় । আজ দুপুর দেড়টা থেকে 5 ঘণ্টার এই প্রতীকী অনশন করে তারা ৷ বিদ্যুতের বিল মকুবের পাশাপাশি রেশন দুর্নীতিতে জড়িত থাকা ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিও করা হয় । এছাড়াও প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ভরা নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা কাটমানি নিয়েছে বলে অভিযোগও তোলেন BJP কর্মীরা ।

আজ দুপুর থেকেই BJP-র রায়গঞ্জের কার্যালয়ে সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে আন্দোলনে যোগ দেন নেতা-কর্মীরা । তাঁদের দাবি, লকডাউনের ফলে অত্যন্ত পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুরের সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছে । ফলে আগামী তিন মাসের যে বিদ্যুতের বিল বিদ্যুৎ বণ্টন কোম্পানি তাদের বাড়িতে পাঠিয়েছে তা দেওয়া কোনওভাবেই সম্ভব হয়ে উঠবে না । এই বিষয়টি সামনে রেখেই সরাসরি বিদ্যুৎ বণ্টন কম্পানি এবং জেলাশাসককে লিখিতভাবে জানানো হয়েছে । তাঁরা বলেন, বিদ্যুৎ বিল মকুব না করলে হ্যারিকেন জ্বালানোর টাকাও কারও কাছে থাকবে না ৷ আজ সেকারণে প্রতীকী অনশন বিক্ষোভ করেন BJP নেতাকর্মীরা ।

বিশ্বজিৎবাবু বলেন, " আমাদের জেলার সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছে । লকডাউনের ফলে তাদের আর কোনও রাস্তা বর্তমানে নেই । ফলে আগামী দিনে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । এই অবস্থায় আমরা প্রত্যেক মানুষের স্বার্থে প্রতীকী অনশন বিক্ষোভ করছি । আমরা চাই বিদ্যুৎ বণ্টন কম্পানি তিন মাসের বিল মকুব করে দিক । যদি তা না করে তাহলে হ্যারিকেন জ্বালানোর খরচও ওঠাতে পারবে না সাধারণ মানুষ । এই কারণেই আজকে আমরা প্রতীকী অনশন বিক্ষোভ করছি । এছাড়াও প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ভরা নিয়ে কাটমানি নিচ্ছে শাসক দলের নেতাকর্মীরা । তার বিরুদ্ধেও আমরা বিক্ষোভ প্রদর্শন করছি । রেশন দুর্নীতিতে যুক্ত ব্যবসায়ীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি । "

রায়গঞ্জ, 1 মে : লকডাউনের জেরে যারা আর্থিক সংকটে পড়েছে তাদের 3 মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে প্রতীকী অনশন-বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা BJP । হ্যারিকেন জ্বালিয়ে জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয় । আজ দুপুর দেড়টা থেকে 5 ঘণ্টার এই প্রতীকী অনশন করে তারা ৷ বিদ্যুতের বিল মকুবের পাশাপাশি রেশন দুর্নীতিতে জড়িত থাকা ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিও করা হয় । এছাড়াও প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ভরা নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা কাটমানি নিয়েছে বলে অভিযোগও তোলেন BJP কর্মীরা ।

আজ দুপুর থেকেই BJP-র রায়গঞ্জের কার্যালয়ে সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে আন্দোলনে যোগ দেন নেতা-কর্মীরা । তাঁদের দাবি, লকডাউনের ফলে অত্যন্ত পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুরের সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছে । ফলে আগামী তিন মাসের যে বিদ্যুতের বিল বিদ্যুৎ বণ্টন কোম্পানি তাদের বাড়িতে পাঠিয়েছে তা দেওয়া কোনওভাবেই সম্ভব হয়ে উঠবে না । এই বিষয়টি সামনে রেখেই সরাসরি বিদ্যুৎ বণ্টন কম্পানি এবং জেলাশাসককে লিখিতভাবে জানানো হয়েছে । তাঁরা বলেন, বিদ্যুৎ বিল মকুব না করলে হ্যারিকেন জ্বালানোর টাকাও কারও কাছে থাকবে না ৷ আজ সেকারণে প্রতীকী অনশন বিক্ষোভ করেন BJP নেতাকর্মীরা ।

বিশ্বজিৎবাবু বলেন, " আমাদের জেলার সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছে । লকডাউনের ফলে তাদের আর কোনও রাস্তা বর্তমানে নেই । ফলে আগামী দিনে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । এই অবস্থায় আমরা প্রত্যেক মানুষের স্বার্থে প্রতীকী অনশন বিক্ষোভ করছি । আমরা চাই বিদ্যুৎ বণ্টন কম্পানি তিন মাসের বিল মকুব করে দিক । যদি তা না করে তাহলে হ্যারিকেন জ্বালানোর খরচও ওঠাতে পারবে না সাধারণ মানুষ । এই কারণেই আজকে আমরা প্রতীকী অনশন বিক্ষোভ করছি । এছাড়াও প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ভরা নিয়ে কাটমানি নিচ্ছে শাসক দলের নেতাকর্মীরা । তার বিরুদ্ধেও আমরা বিক্ষোভ প্রদর্শন করছি । রেশন দুর্নীতিতে যুক্ত ব্যবসায়ীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.