রায়গঞ্জ, 21 জুলাই : হেমতাবাদের BJP বিধায়কের রহস্যমৃত্যু এবং চোপড়ায়কিশোরীর মৃত্যু । এই দুই মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতেসোমবার থেকে তিনদিন ব্যাপী ধরনা শুরু করল উত্তর দিনাজপুর জেলা BJP সংগঠন ।
রায়গঞ্জশহরের BJP-রজেলা কার্যালয়ের সামনে মহাত্মা গান্ধি রোডে এই ধরনা চলছে । উপস্থিত রয়েছেন BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি, জেলা সম্পাদক নিমাই কবিরাজ, রায়গঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতিঅভিজিৎ যোশীসহ জেলার BJP শীর্ষনেতৃত্বরা ।
বিশ্বজিৎলাহিড়ি বলেন, সম্প্রতিএই রাজ্যে রাজবংশী সম্প্রদায়ের জবা রায়, প্রমীলা বর্মন, মাম্পি সিংহের ধর্ষণ ও খুন করা হয় । 13 জুলাই হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ খুন হন । এইঘটনাগুলির প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ধরনা চলবে ।
এদিনধরনা মঞ্চ থেকে BJP নেতৃত্বরাহুঁশিয়ারি দেয়, এরপরেওযদি পুলিশ দোষীদের গ্রেপ্তার না করে তাহলে পরবর্তীতে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলনেরপথে যাবে উত্তর দিনাজপুর জেলা BJP সংগঠন ।