ETV Bharat / state

চাকরি দেওয়ার নামে এক দম্পতিকে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে - BJP leader arrested for allegedly killing a couple in raiganj

চাকরির আশায় বিজেপি নেতা কৃষ্ণকমল অধিকারীকে 18 লক্ষ টাকা দিয়েছিলেন ইটাহার থানার বাঙ্গার এলাকার বাসিন্দা গৌতম সরকার । চলতি মাসের 8 তারিখে গৌতম সরকার সস্ত্রীক সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে বেড়িয়ে আর বাড়ি ফেরেননি । বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার গাজোলের একটি বাড়ি থেকে ওই দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । মৃতদের পরিবারের লিখিত অভিযোগে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।

BJP leader arrested for allegedly killing a couple in raiganj
এক দম্পতিকে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
author img

By

Published : May 14, 2021, 12:55 PM IST

রায়গঞ্জ, 14 মে : চাকরি দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে খুন করার অভিযোগে উঠল বিজেপি নেতার বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম গৌতম সরকার (35) ও তার স্ত্রী তাপসী সরকার(30) । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকার বাসিন্দা গৌতম সরকার চাকরি পাওয়ার আশায় স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণকমল অধিকারীকে 18 লক্ষ টাকা দিয়েছিলেন । চলতি মাসের 8 তারিখে গৌতম সরকার ও তার স্ত্রী তাপসী সরকার দুজনে সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে বাড়ি থেকে বেড় হন । কৃষ্ণকমলবাবু 9 মে বাড়ি ফিরলেও ওই দম্পত্তির খোঁজ মেলেনি । পাশাপাশি তাদের মোবাইল সুইচড অফ ছিল বলে পরিবারের অভিযোগ ।

বৃহস্পতিবার ওই বিজেপি নেতা কৃষ্ণকমল বাড়ি ঘেড়াও করে বিক্ষোভ দেখায় বাঙ্গার এলাকার বাসিন্দারা । এর পাশাপাশি কৃষ্ণগোপালের নামে ইটাহার থানায় লিখিত অভিযোগ করে দম্পতির আত্মীয়রা ।

আরও পড়ুন : বিজেপি কর্মীর মাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অভিযোগ জাতীয় তফশিলি কমিশনের

বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার গাজোলের একটি বাড়ি থেকে ওই দম্পতির রক্তাত দেহ উদ্ধার হয় । ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । অভিযুক্ত কৃষ্ণকমল গ্রেফতার করেছে ইটাহার থানার পুলিশ । তবে ধৃত ব্যক্তি খুনের অভিযোগ অস্বীকার করেছে । এই সাথে আর কে কে যুক্ত আছে তা খতিয়ে দেখছে ইটাহার থানার পুলিশ ।

ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন জানিয়েছেন, যে এমন কাজ করেছে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ।

রায়গঞ্জ, 14 মে : চাকরি দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে খুন করার অভিযোগে উঠল বিজেপি নেতার বিরুদ্ধে । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম গৌতম সরকার (35) ও তার স্ত্রী তাপসী সরকার(30) । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকার বাসিন্দা গৌতম সরকার চাকরি পাওয়ার আশায় স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণকমল অধিকারীকে 18 লক্ষ টাকা দিয়েছিলেন । চলতি মাসের 8 তারিখে গৌতম সরকার ও তার স্ত্রী তাপসী সরকার দুজনে সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে বাড়ি থেকে বেড় হন । কৃষ্ণকমলবাবু 9 মে বাড়ি ফিরলেও ওই দম্পত্তির খোঁজ মেলেনি । পাশাপাশি তাদের মোবাইল সুইচড অফ ছিল বলে পরিবারের অভিযোগ ।

বৃহস্পতিবার ওই বিজেপি নেতা কৃষ্ণকমল বাড়ি ঘেড়াও করে বিক্ষোভ দেখায় বাঙ্গার এলাকার বাসিন্দারা । এর পাশাপাশি কৃষ্ণগোপালের নামে ইটাহার থানায় লিখিত অভিযোগ করে দম্পতির আত্মীয়রা ।

আরও পড়ুন : বিজেপি কর্মীর মাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অভিযোগ জাতীয় তফশিলি কমিশনের

বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার গাজোলের একটি বাড়ি থেকে ওই দম্পতির রক্তাত দেহ উদ্ধার হয় । ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । অভিযুক্ত কৃষ্ণকমল গ্রেফতার করেছে ইটাহার থানার পুলিশ । তবে ধৃত ব্যক্তি খুনের অভিযোগ অস্বীকার করেছে । এই সাথে আর কে কে যুক্ত আছে তা খতিয়ে দেখছে ইটাহার থানার পুলিশ ।

ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন জানিয়েছেন, যে এমন কাজ করেছে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.