ETV Bharat / state

Panchayat Elections 2023: শাসকদলের নেতার বিরুদ্ধে পদ্মের সাদামাটা রমা, জোর লড়াই রায়গঞ্জে - তৃণমূল

বিজেপি মনোনীত প্রার্থী হয়েছে রমা বর্মন। একেবারে নিতান্তই সাদামাটা মহিলা। পেশায় তিনি দিনমজুর। তাঁর প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ব্লকের যুব তৃণমূল সভাপতি কল্যাণ কুমার দাস। সুতরাং যথেষ্ট শক্তিশালী প্রার্থী তিনি। এমন একটি আসনে শাসকদলের শক্তিশালী প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে তাঁকে ৷ কিন্তু তাতে কোনও ভয় নেই তাঁর।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 2:29 PM IST

শাসকদলের নেতার বিরুদ্ধে পদ্মের সাদামাটা রমা

রায়গঞ্জ, 28 জুন: 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন। প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলই। কোনওপক্ষই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ । মূলত গ্রাম বাংলার এই নির্বাচনে ভোটের প্রার্থী চয়ন যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয়। সেই অনুসারে মানুষের পছন্দকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয় প্রার্থী তালিকা। কিন্তু তাতে অসন্তোষ তৈরি হলেও তা ঝেড়ে এবারে রায়গঞ্জ ব্লকের বরুয়ার ছাতিয়ান মালঞ্চ বুথে প্রার্থী নির্বাচনে চমক দিল বিজেপি। এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন রমা বর্মন। তিনি নিতান্তই সাদামাটা মহিলা। তাঁর উপার্জনের একমাত্র পথ দিনমজুরি। সকাল থেকে দিনভর মাঠে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করেন।

রমা বর্মন গ্রামে সকলের সঙ্গে মিলেমিশে থাকেন। ব্যক্তিগতভাবে কারোরই বিরাগভাজন নন তিনি। এমনই একজন মহিলাকে এবারে 250 নম্বর আসনে প্রার্থী করে বাজিমাৎ করতে চায় বিজেপি। এই আসনে তাঁর প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ব্লকের যুব তৃণমূল সভাপতি কল্যাণ কুমার দাস। সুতরাং যথেষ্ট শক্তিশালী প্রার্থী তিনি। এমন একটি আসনে শাসকদলের শক্তিশালী প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে দিনমজুর রমাদেবীকে। কিন্তু তাতে কোনও ভয় নেই তাঁর।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রমা বর্মন জানান, সকাল 9টা থেকে জমিতে কাজ করেন। দুপুর 3টেয় বাড়ি এসে ঘণ্টা খানেক ঘরের কাজ সেরে 4টেয় প্রচারে বেরোন। উন্নয়নের বার্তা দিয়েই ভোটের প্রচার করছেন তিনি। তিনি আরও জানান, আড়াই বছর বিজেপির বোর্ড থাকাকালীন এলাকার উন্নয়ন হয়েছে। কিন্তু তৃণমূল বোর্ড আসতেই রাস্তা-ঘাট, নালা-নিকাশি, পানীয়জল, রাস্তার আলো সব ক্ষেত্রেই লেগেছে অনুন্নয়নের ছোঁয়া । এ বিষয়টিকে সামনে রেখেই মানুষের কাছে ভোট চাইছেন তিনি।

সংসদীয় এলাকার বিদায়ী সদস্য তথা প্রাক্তন প্রধান ধনেশ্বর বর্মন জানান, রমা এবং তাঁর স্বামী উজ্জ্বল বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। এবারে ব্যস্ততার কারণে ধনেশ্বর রমাদেবীকে দাঁড় করান বিজেপির হয়ে। তিনি জয়ী হবেন বলে আশাবাদী ধনেশ্বর বর্মন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী কল্যাণ কুমার দাস জানান, ভোটে যে কেউ দাঁড়াতে পারে। সেটি তাঁর গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক রমা বর্মন অবশ্য জমি ছাড়তে নারাজ। কিন্তু শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় তার উত্তর মিলবে ব্যালটে।

আরও পড়ুন: রায়গঞ্জে হেভিওয়েট বনাম খেটে খাওয়া মানুষের লড়াই, টক্কর দিতে কালঘাম ছুটছে শ্রমজীবী প্রার্থীর

শাসকদলের নেতার বিরুদ্ধে পদ্মের সাদামাটা রমা

রায়গঞ্জ, 28 জুন: 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন। প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলই। কোনওপক্ষই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ । মূলত গ্রাম বাংলার এই নির্বাচনে ভোটের প্রার্থী চয়ন যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয়। সেই অনুসারে মানুষের পছন্দকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয় প্রার্থী তালিকা। কিন্তু তাতে অসন্তোষ তৈরি হলেও তা ঝেড়ে এবারে রায়গঞ্জ ব্লকের বরুয়ার ছাতিয়ান মালঞ্চ বুথে প্রার্থী নির্বাচনে চমক দিল বিজেপি। এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন রমা বর্মন। তিনি নিতান্তই সাদামাটা মহিলা। তাঁর উপার্জনের একমাত্র পথ দিনমজুরি। সকাল থেকে দিনভর মাঠে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করেন।

রমা বর্মন গ্রামে সকলের সঙ্গে মিলেমিশে থাকেন। ব্যক্তিগতভাবে কারোরই বিরাগভাজন নন তিনি। এমনই একজন মহিলাকে এবারে 250 নম্বর আসনে প্রার্থী করে বাজিমাৎ করতে চায় বিজেপি। এই আসনে তাঁর প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ব্লকের যুব তৃণমূল সভাপতি কল্যাণ কুমার দাস। সুতরাং যথেষ্ট শক্তিশালী প্রার্থী তিনি। এমন একটি আসনে শাসকদলের শক্তিশালী প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে দিনমজুর রমাদেবীকে। কিন্তু তাতে কোনও ভয় নেই তাঁর।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রমা বর্মন জানান, সকাল 9টা থেকে জমিতে কাজ করেন। দুপুর 3টেয় বাড়ি এসে ঘণ্টা খানেক ঘরের কাজ সেরে 4টেয় প্রচারে বেরোন। উন্নয়নের বার্তা দিয়েই ভোটের প্রচার করছেন তিনি। তিনি আরও জানান, আড়াই বছর বিজেপির বোর্ড থাকাকালীন এলাকার উন্নয়ন হয়েছে। কিন্তু তৃণমূল বোর্ড আসতেই রাস্তা-ঘাট, নালা-নিকাশি, পানীয়জল, রাস্তার আলো সব ক্ষেত্রেই লেগেছে অনুন্নয়নের ছোঁয়া । এ বিষয়টিকে সামনে রেখেই মানুষের কাছে ভোট চাইছেন তিনি।

সংসদীয় এলাকার বিদায়ী সদস্য তথা প্রাক্তন প্রধান ধনেশ্বর বর্মন জানান, রমা এবং তাঁর স্বামী উজ্জ্বল বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। এবারে ব্যস্ততার কারণে ধনেশ্বর রমাদেবীকে দাঁড় করান বিজেপির হয়ে। তিনি জয়ী হবেন বলে আশাবাদী ধনেশ্বর বর্মন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী কল্যাণ কুমার দাস জানান, ভোটে যে কেউ দাঁড়াতে পারে। সেটি তাঁর গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক রমা বর্মন অবশ্য জমি ছাড়তে নারাজ। কিন্তু শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় তার উত্তর মিলবে ব্যালটে।

আরও পড়ুন: রায়গঞ্জে হেভিওয়েট বনাম খেটে খাওয়া মানুষের লড়াই, টক্কর দিতে কালঘাম ছুটছে শ্রমজীবী প্রার্থীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.