ETV Bharat / state

Islampur BJP Bandh: বস্ত্র ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইসলামপুরে বনধ বিজেপির! এলাকায় পুলিশ বাহিনী - ইসলামপুরে 12 ঘণ্টা বনধের ডাক

শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক বস্ত্র ব্যবসায়ী খুন হয় ৷ প্রতিবাদে ইসলামপুরে 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ সকাল থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এলাকায় ৷

ETV Bharat
ইসলামপুর
author img

By

Published : Jul 23, 2023, 12:11 PM IST

বস্ত্র ব্যবসায়ী খুনের ঘটনায় ইসলামপুরে বিজেপির ডাকা বনধের প্রভাব

ইসলামপুর, 23 জুলাই: বস্ত্র ব্যবসায়ীর মৃত্যুতে রবিবার 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি ৷ ইসলামপুরে এই বনধের মিশ্র প্রভাব পড়েছে ৷ সকাল থেকে দোকানপাঠ বন্ধ থাকলেও সরকারি বাস চলাচল স্বাভাবিক ছিল ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা ইসলামপুর ব্লকজুড়ে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী ৷ ইসলামপুর শহর-সহ বিভিন্ন জায়গায় পুলিশ রুটমার্চ করছে ৷

মৃত বস্ত্র ব্যবসায়ী অসীম সাহা আরেক বস্ত্র ব্যবসায়ী রতন সাহার ভাগ্নে ৷ ইসলামপুর শহরের বীজহাট্টি এলাকায় রতন সাহার কাপড়ের দোকান রয়েছে ৷ জানা গিয়েছে, তাঁকে টাকা ধার দিয়েছিলেন মহম্মদ তফিক নামের এক যুবক ৷ তবে ব্যবসায়ীর দাবি, বকেয়া টাকার বিষয়টি মিথ্যে ৷ জোর করে টাকা আদায় করতে তফিক ব্যবসায়ীকে চাপ দিত বলে অভিযোগ ৷ কিছুদিন আগে তফিক তার সঙ্গীদের নিয়ে রতন সাহার দোকানে আসে ৷ সেখানে টাকা আদায় নিয়ে ঝামেলা বাধে এবং তফিক হুমকিও দেয় ৷

শনিবার সকালে রতন সাহার দোকানে মহম্মদ সাহিল নামে আরেক যুবক টাকা আদায়ের জন্য আসে এবং ফের বচসা বাধে ৷ তখন দোকান মালিকের ভাগ্নে অসীম সাহা প্রতিবাদ করায় সাহিল তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ অসীমকে বাঁচাতে গিয়ে স্থানীয় আরেক যুবকও জখম হন ৷ এরপরই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয় ৷

আরও পড়ুন: প্রাথমিক স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি, চোপড়ার ঘটনায় চাঞ্চল্য

আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জখম অসীমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে অসীম সাহার মৃত্যু হয় ৷ ইসলামপুর থানার পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত মহম্মদ সাহিলকে ঘটনার আধ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে ৷

এদিন এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইসলামপুরের শিবডাঙ্গি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে 31 নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তাঁদের অভিযোগ, নিহত অসীম সাহা বিজেপি যুব মোর্চার নগর মণ্ডল কমিটির সম্পাদক ছিলেন ৷ তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷ ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ৷ পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মী-সমর্থকদের ৷

ঘণ্টাখানেক বিক্ষোভের পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ৷ শনিবার রাতে 12 ঘণ্টা ইসলামপুর বনধের ডাক দেয় বিজেপি নেতৃত্ব ৷ এই বনধকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ৷ বনধ ডাকলেও আজ সকাল থেকে রাস্তায় সমর্থকদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি ৷ পিকেটিং করতেও দেখা যায়নি বনধ সমর্থকদের ৷

আরও পড়ুন: ইসলামপুর ছেড়ে গেলে ফের অনুগামীদের উপর হামলার শংকা, একুশের মঞ্চে থাকছেন না করিম চৌধুরি

বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "প্রকাশ্য দিবালোকে একজন সাধারণ ব্যবসায়ীকে খুন হতে হল ৷ তা অত্যন্ত দুঃখের ৷" তাঁর দাবি, গভীর রাতে বনধের নোটিশ দেওয়ার কারণে অনেকেই এই খবর জানে না ৷ তাই মানুষ রাস্তায় নেমেছে ৷ তবে বিজেপি একটি মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করবে বলে জানান বিজেপি নেতা ৷

বস্ত্র ব্যবসায়ী খুনের ঘটনায় ইসলামপুরে বিজেপির ডাকা বনধের প্রভাব

ইসলামপুর, 23 জুলাই: বস্ত্র ব্যবসায়ীর মৃত্যুতে রবিবার 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি ৷ ইসলামপুরে এই বনধের মিশ্র প্রভাব পড়েছে ৷ সকাল থেকে দোকানপাঠ বন্ধ থাকলেও সরকারি বাস চলাচল স্বাভাবিক ছিল ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা ইসলামপুর ব্লকজুড়ে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী ৷ ইসলামপুর শহর-সহ বিভিন্ন জায়গায় পুলিশ রুটমার্চ করছে ৷

মৃত বস্ত্র ব্যবসায়ী অসীম সাহা আরেক বস্ত্র ব্যবসায়ী রতন সাহার ভাগ্নে ৷ ইসলামপুর শহরের বীজহাট্টি এলাকায় রতন সাহার কাপড়ের দোকান রয়েছে ৷ জানা গিয়েছে, তাঁকে টাকা ধার দিয়েছিলেন মহম্মদ তফিক নামের এক যুবক ৷ তবে ব্যবসায়ীর দাবি, বকেয়া টাকার বিষয়টি মিথ্যে ৷ জোর করে টাকা আদায় করতে তফিক ব্যবসায়ীকে চাপ দিত বলে অভিযোগ ৷ কিছুদিন আগে তফিক তার সঙ্গীদের নিয়ে রতন সাহার দোকানে আসে ৷ সেখানে টাকা আদায় নিয়ে ঝামেলা বাধে এবং তফিক হুমকিও দেয় ৷

শনিবার সকালে রতন সাহার দোকানে মহম্মদ সাহিল নামে আরেক যুবক টাকা আদায়ের জন্য আসে এবং ফের বচসা বাধে ৷ তখন দোকান মালিকের ভাগ্নে অসীম সাহা প্রতিবাদ করায় সাহিল তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ অসীমকে বাঁচাতে গিয়ে স্থানীয় আরেক যুবকও জখম হন ৷ এরপরই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয় ৷

আরও পড়ুন: প্রাথমিক স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি, চোপড়ার ঘটনায় চাঞ্চল্য

আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জখম অসীমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে অসীম সাহার মৃত্যু হয় ৷ ইসলামপুর থানার পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত মহম্মদ সাহিলকে ঘটনার আধ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে ৷

এদিন এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইসলামপুরের শিবডাঙ্গি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে 31 নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তাঁদের অভিযোগ, নিহত অসীম সাহা বিজেপি যুব মোর্চার নগর মণ্ডল কমিটির সম্পাদক ছিলেন ৷ তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷ ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে ৷ পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মী-সমর্থকদের ৷

ঘণ্টাখানেক বিক্ষোভের পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ৷ শনিবার রাতে 12 ঘণ্টা ইসলামপুর বনধের ডাক দেয় বিজেপি নেতৃত্ব ৷ এই বনধকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ৷ বনধ ডাকলেও আজ সকাল থেকে রাস্তায় সমর্থকদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি ৷ পিকেটিং করতেও দেখা যায়নি বনধ সমর্থকদের ৷

আরও পড়ুন: ইসলামপুর ছেড়ে গেলে ফের অনুগামীদের উপর হামলার শংকা, একুশের মঞ্চে থাকছেন না করিম চৌধুরি

বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "প্রকাশ্য দিবালোকে একজন সাধারণ ব্যবসায়ীকে খুন হতে হল ৷ তা অত্যন্ত দুঃখের ৷" তাঁর দাবি, গভীর রাতে বনধের নোটিশ দেওয়ার কারণে অনেকেই এই খবর জানে না ৷ তাই মানুষ রাস্তায় নেমেছে ৷ তবে বিজেপি একটি মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করবে বলে জানান বিজেপি নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.