ETV Bharat / state

ব্রিজের দাবিতে ভোট বয়কট রায়গঞ্জে

author img

By

Published : Apr 22, 2021, 11:59 AM IST

দীর্ঘ দিনের খলসি ব্রিজের দাবি গ্রামবাসীদের । কিন্তু এখনও সেই ব্রিজ নির্মান হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক দেন তাঁরা ৷ সেইমতো আজ ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা ।

খলসি ব্রিজের দাবি নিয়ে ভোট বয়কট গ্রামবাসীদের
খলসি ব্রিজের দাবি নিয়ে ভোট বয়কট গ্রামবাসীদের

রায়গঞ্জ, 22 এপ্রিল : "নো ব্রিজ নো ভোট"এই দাবিকে সামনে রেখে রায়গঞ্জের 129 ও 129 এ বুথে ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা ৷ বেশ কয়েক দিন ধরে গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল । সেই সিদ্ধান্ত কার্যত সফল হল ।

দীর্ঘ দিনের খলসি ব্রিজের দাবি গ্রামবাসীদের । কিন্তু এখনও সেই ব্রিজ নির্মান হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক দেন তাঁরা ৷ সেইমতো আজ ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা । ভোট দেবেন না বলে অনড় গ্রামের কয়েক হাজার বাসিন্দা ।

খলসি ব্রিজের দাবি নিয়ে ভোট বয়কট গ্রামবাসীদের

কুলিক নদীর দুইপাড়ে রয়েছে শেরপুর, গোবিন্দপুর, লাইনপাড়া, ডাঙ্গিপাড়া, বরমপুর, খোকসা, গামাডাঙ্গি, বিন্দোল, খলসি, মেহেন্দিগ্রাম সহ প্রায় তিনশটি গ্রামের লক্ষাধিক মানুষ । প্রতিদিন প্রায় 50 হাজার মানুষ কুলিক নদী পাড়াপার করেন । বর্ষায় নদী পাড় হতে একমাত্র ভরসা নৌকা আর শুকনোর দিনে বাঁশের সাঁকো । কিন্তু নেই কোনও ব্রিজ ৷ তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন এবার ব্রিজ না হয়ে আর ভোট দেবেন না তাঁরা ৷

আরও পড়ুন : বিশ্বে প্রথম ! 3 লাখ পেরোল দৈনিক করোনা সংক্রমণ, মৃত আরও 2000+

রায়গঞ্জ, 22 এপ্রিল : "নো ব্রিজ নো ভোট"এই দাবিকে সামনে রেখে রায়গঞ্জের 129 ও 129 এ বুথে ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা ৷ বেশ কয়েক দিন ধরে গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল । সেই সিদ্ধান্ত কার্যত সফল হল ।

দীর্ঘ দিনের খলসি ব্রিজের দাবি গ্রামবাসীদের । কিন্তু এখনও সেই ব্রিজ নির্মান হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক দেন তাঁরা ৷ সেইমতো আজ ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা । ভোট দেবেন না বলে অনড় গ্রামের কয়েক হাজার বাসিন্দা ।

খলসি ব্রিজের দাবি নিয়ে ভোট বয়কট গ্রামবাসীদের

কুলিক নদীর দুইপাড়ে রয়েছে শেরপুর, গোবিন্দপুর, লাইনপাড়া, ডাঙ্গিপাড়া, বরমপুর, খোকসা, গামাডাঙ্গি, বিন্দোল, খলসি, মেহেন্দিগ্রাম সহ প্রায় তিনশটি গ্রামের লক্ষাধিক মানুষ । প্রতিদিন প্রায় 50 হাজার মানুষ কুলিক নদী পাড়াপার করেন । বর্ষায় নদী পাড় হতে একমাত্র ভরসা নৌকা আর শুকনোর দিনে বাঁশের সাঁকো । কিন্তু নেই কোনও ব্রিজ ৷ তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন এবার ব্রিজ না হয়ে আর ভোট দেবেন না তাঁরা ৷

আরও পড়ুন : বিশ্বে প্রথম ! 3 লাখ পেরোল দৈনিক করোনা সংক্রমণ, মৃত আরও 2000+

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.