ETV Bharat / state

অনশনে কর্মীরা, খুনের হুমকির অভিযোগ স্ত্রীর ! ঘরে-বাইরে বিপাকে বিজেপি প্রার্থী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ঘরে-বাইরে বিপাকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় ৷ প্রার্থী বদলের দাবিতে একদিকে চলছে কর্মীদের অনশন ৷ অপরদিকে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী শর্বরী সিনহারায় ৷

bengal election 2021: kaliyaganj bjp_candidate soumen Roy's wife's major allegation in her video message
অনশনে কর্মীরা, খুনের হুমকির অভিযোগ স্ত্রীর ! ঘরে-বাইরে বিপাকে বিজেপি প্রার্থী
author img

By

Published : Mar 27, 2021, 6:54 PM IST

Updated : Mar 27, 2021, 7:08 PM IST

রায়গঞ্জ, 27 মার্চ: কালিয়াগঞ্জে প্রার্থী বদলের দাবিতে একদিকে আমরণ অনশন আন্দোলনে বসেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তার মধ্যেই এবার কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে ফালাকাটা থানায় খুনের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী শর্বরী সিনহারায় । থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি বিজেপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের আবেদন করেছেন তিনি ।

আজ এক ভিডিও বার্তায় এ কথা প্রকাশ করেন সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহারায়। কালিয়াগঞ্জে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ার পাশাপাশি আইনি বেড়াজালে আটকে পড়ে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থীকে এখন নাস্তানাবুদ হতে হচ্ছে । সব রাজনৈতিক দল প্রচার কর্মসূচি শুরু করে দিলেও সৌমেন রায় দলীয় কর্মীদের বিক্ষোভের জেরে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাতে প্রবেশই করতে পারছেন না ।

bengal election 2021: kaliyaganj bjp_candidate soumen Roy's wife's major allegation in her video message
থানায় অভিযোগ দায়ের

যেদিন কালিয়াগঞ্জ বিধানসভা আসনে আলিপুরদুয়ারের বাসিন্দা সৌমেন রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি ৷ সেদিন থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি কর্মী- সমর্থকেরা । আগুনে ঘি পড়ে বিজেপি প্রার্থীর স্ত্রী শর্বরী সিনহারায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় । যেখানে শর্বরীদেবী তাঁর স্বামী সৌমেন রায়কে একজন প্রতারক ও দুর্নীতিপরায়ণ কলঙ্কিত ব্যক্তি বলে উল্লেখ করে ভোট না দেওয়ার আবেদন করেছেন ।

আরও পড়ুন: স্থানীয় পোলিং এজেন্টের নিয়ম ফেরানো হোক, সরব তৃণমূল

বিজেপি প্রার্থীর স্ত্রীর ভিডিয়ো বার্তা

এরপর থেকেই কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে বিজেপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বিজেপির এই প্রার্থী বদলের আন্দোলনকে দায়ী করে বিজেপি প্রার্থী সৌমেন রায় তাঁর স্ত্রীকে লোক দিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ । শুক্রবারই ফালাকাটা থানায় স্বামী তথা কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী শর্বরী সিনহারায় । পাশাপাশি তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে কালিয়াগঞ্জের প্রার্থী বদলের আবেদনও করেন । এদিকে, কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা আমরণ অনশন আন্দোলন চালাচ্ছে । এই গোটা ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপি শিবির যথেষ্ট অস্বস্তিতে ।

রায়গঞ্জ, 27 মার্চ: কালিয়াগঞ্জে প্রার্থী বদলের দাবিতে একদিকে আমরণ অনশন আন্দোলনে বসেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তার মধ্যেই এবার কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে ফালাকাটা থানায় খুনের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী শর্বরী সিনহারায় । থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি বিজেপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের আবেদন করেছেন তিনি ।

আজ এক ভিডিও বার্তায় এ কথা প্রকাশ করেন সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহারায়। কালিয়াগঞ্জে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ার পাশাপাশি আইনি বেড়াজালে আটকে পড়ে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থীকে এখন নাস্তানাবুদ হতে হচ্ছে । সব রাজনৈতিক দল প্রচার কর্মসূচি শুরু করে দিলেও সৌমেন রায় দলীয় কর্মীদের বিক্ষোভের জেরে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকাতে প্রবেশই করতে পারছেন না ।

bengal election 2021: kaliyaganj bjp_candidate soumen Roy's wife's major allegation in her video message
থানায় অভিযোগ দায়ের

যেদিন কালিয়াগঞ্জ বিধানসভা আসনে আলিপুরদুয়ারের বাসিন্দা সৌমেন রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি ৷ সেদিন থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি কর্মী- সমর্থকেরা । আগুনে ঘি পড়ে বিজেপি প্রার্থীর স্ত্রী শর্বরী সিনহারায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় । যেখানে শর্বরীদেবী তাঁর স্বামী সৌমেন রায়কে একজন প্রতারক ও দুর্নীতিপরায়ণ কলঙ্কিত ব্যক্তি বলে উল্লেখ করে ভোট না দেওয়ার আবেদন করেছেন ।

আরও পড়ুন: স্থানীয় পোলিং এজেন্টের নিয়ম ফেরানো হোক, সরব তৃণমূল

বিজেপি প্রার্থীর স্ত্রীর ভিডিয়ো বার্তা

এরপর থেকেই কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে বিজেপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বিজেপির এই প্রার্থী বদলের আন্দোলনকে দায়ী করে বিজেপি প্রার্থী সৌমেন রায় তাঁর স্ত্রীকে লোক দিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ । শুক্রবারই ফালাকাটা থানায় স্বামী তথা কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী শর্বরী সিনহারায় । পাশাপাশি তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে কালিয়াগঞ্জের প্রার্থী বদলের আবেদনও করেন । এদিকে, কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা আমরণ অনশন আন্দোলন চালাচ্ছে । এই গোটা ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপি শিবির যথেষ্ট অস্বস্তিতে ।

Last Updated : Mar 27, 2021, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.