রায়গঞ্জ, 1 এপ্রিল : গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং নিজের কেন্দ্রে নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে ঢাক বাজিয়ে ভোটের প্রচার করলেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল ।
বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা সদর প্রশাসনিক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে ঢাক বাজিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রার্থী গৌতম পাল । দলীয় কর্মী সমর্থক ও স্ত্রী উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পালকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচার শুরু করলেন তিনি । নিজেই কাঁধে ঢাক তুলে নিয়ে দক্ষ ঢাকির মতো ঢাক বাজিয়ে টুঙিদিঘি এলাকার মন্দিরগুলোতে গেলেন । তাঁর এই অভিনব প্রচার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ।
ঢাক বাজিয়ে আরাধনা করার পাশাপাশি ভোটে জেতার প্রার্থনাও করলেন করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ।
আরও পড়ুন : জয় নিশ্চিত, তাই অন্য় কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না মমতা
এই অভিনব প্রচার প্রসঙ্গে গৌতমবাবু বলেন ," আজ মনোনয়ন পত্র জমা দিয়েছি, তাই আজকের এই শুভ দিনে আমি আমার বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ও পাড়ায় পাড়ায় মা, বোন ও ভাইদের নিয়ে প্রচার শুরু করলাম । ঢাকের বাদ্যি দিয়েই যেকোনও উৎসবের সূচনা হয়, আর ভোট হল গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তাই ঢাক বাজিয়েই এই ভোট উৎসবের প্রচার শুরু করলাম ।"