রায়গঞ্জ, 30 মার্চ : " বাংলা জুড়ে ধর্ষণ খুন, তৃণমূলের আর এক গুন " এই স্লোগানকে সামনে রেখে নিমতার বৃদ্ধা খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলবার রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে মুখে কালো কাপড় বেঁধে হাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে ধিক্কার মিছিল রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে আশা টকিজ় মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন : অসুস্থ-শয্যাশায়ী বুদ্ধদেব কি পারবেন বাম সমর্থন ফেরাতে ?
সেখানে নেতাজী মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে নীরবতার মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলবার সন্ধ্যায় এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শিবানী মজুমদার, সৌমিতা সরকার, অর্পিতা মিত্র সহ মহিলার মোর্চার শীর্ষ নেতৃত্ব।
বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শিবানী মজুমদার বলেন, " রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সত্ত্বেও বাংলা জুড়ে একের পর ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে চলেছে। নিমতায় ৮৫ বছরের বৃদ্ধা শোভা রানী মজুমদারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করার ফলে সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে বিজেপির মহিলা মোর্চা ধিক্কার মিছিল করছে। রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও আমরা ধিক্কার মিছিল কর্মসূচি পালন করলাম।"