রায়গঞ্জ, 25 মার্চ : কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর ঘরে বাইরে লড়াই । একদিকে যেমন প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও জোটপ্রার্থী, তেমনি অন্যদিকে তাঁর স্ত্রী শর্বরী সিনহা রায়। কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে সৌমেন রায়ের নাম ঘোষণা হতেই প্রকাশ্যে আসে তাঁর স্ত্রী শর্বরী সিনহা রায়ের একটি ভিডিয়ো ৷
ভিডিয়োতে শর্বরী সৌমেনবাবুর চরিত্র নিয়ে যেমন মন্তব্য করেছেন তেমনি পারিবারিক অশান্তির জেরে জর্জরিত হওয়ার কথাও বলেছেন ৷ তিনি আরও অভিযোগ তুলেছেন, সৌমেনের ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম প্রার্থী হওয়ার কথা ছিল ৷ পরে সেখানে বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে রায়গঞ্জের কালিয়াগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী হন ৷ পাশাপাশি শর্বরী খোদ ফালাকাটার বাসিন্দা বলে সৌমেন সংশ্লিষেট কেন্দ্রের প্রার্থা হয়নি বলে দাবি তাঁর ৷
অন্যদিকে গতকাল কালিয়াগঞ্জ পৌঁছান সৌমেন রায় ৷ সেখানে সাংবাদিকরা ওনার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞাসা করলে উনি পালটা মন্তব্য করেন ৷ ভোটের মুখে ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্যই শর্বরী এমনটা করেছেন বলে দাবি সৌমেনের ৷
আরও পড়ুন : প্রচার শুরুর আগেই ক্ষোভের মুখে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়