রায়গঞ্জ, 15 এপ্রিল : এবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হোসেন ৷ উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী সচিন প্রসাদের হয়ে প্রচারে এসে তৃণমূল নেত্রীকে নিশানা করেন তিনি ৷ কটাক্ষ করে বলেন, মমতা দিদি আর দিদি নেই ৷ তিনি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি ৷
আরও পড়ুন : নববর্ষে ভোট প্রচার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থীর
আজ চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে সূর্যপুর এলাকায় টুডিভিটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় যোগ দেন বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনাজ হোসেন । সেখানেই পিসি সম্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা ৷ তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবছেন না ৷ তাঁর ভাবনায় কীভাবে কয়লা পাচার, কাটমানির টাকা ভাইপোর কাছে আসবে ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে এবং বিজেপি সরকার গড়বে ৷ এমনকি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সচিন প্রসাদের জয়ও নিশ্চিত বলে দাবি করেন শাহনওয়াজ হোসেন ৷