রায়গঞ্জ, 13 এপ্রিল : নির্বাচনের প্রাক মুহুর্তে উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে পদ থেকে সরিয়ে দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে । আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে রোড শো করেন অমিত শাহ । এই অবস্থায় বিশ্বজিৎবাবুকে সরিয়ে দেওয়া রাজনৈতিক মহলের আজ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।
বিশ্বজিৎ লাহিড়ী একজন বিজেপির ভাল সংগঠক বলে পরিচিত । কিন্তু কেন তাঁকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হল, তাই নিয়েই প্রশ্ন উঠছে জেলাজুড়ে । সাংবাদিকেরা এবিষয়ে প্রশ্ন করলে বিশ্বজিৎ বাবু প্রথমেই জানান, তাঁর এবিষয়ে জানা নেই । তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর তিনি সাংবাদিকদের কাছেই জানতে পারেন বলে জানান বিশ্বজিৎ লাহিড়ী ৷ পাশাপাশি তিনি এও জানান, দল যদি তাঁকে সরিয়ে অন্য কোনও যোগ্য ব্যাক্তিকে তাঁর পদে বসাতে চায়, তাতে তাঁর কোনও আপত্তি নেই । পদ থাকুক বা না থাকুক দলের হয়েই নির্বাচনের কাজ চালিয়ে যেতে চান তিনি ।
আরও পড়ুন : যদি মমতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়, তা হলে প্রধানমন্ত্রী আর শাহের কী হবে ?
নব নিযুক্ত জেলা সভাপতি বাসুদেব সরকার তাঁর উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ জানান ৷ সকলকে নিয়ে নির্বাচন সফলভাবে পরিচালনা করার ডাক দেন তিনি ৷ তিনি বলেন, "বিশ্বজিৎদা আমার দাদার মতন । আগামী রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে বিশ্বজিৎ আমার মার্গদর্শক হবেন ।" জেলার 9টি বিধানসভা আসনেই বিজেপি জয় লাভ করবে বলে এদিন আশা প্রকাশ করেন বাসুদেব সরকার।