ETV Bharat / state

নির্বাচনী প্রচারে দেওয়াল লিখনে হাত লাগালেন কৃষ্ণ কল্যাণী

উকিলপাড়ার রামকৃষ্ণ আশ্রমে পুজো সেরে প্রচারে নামলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ পাশাপাশি কয়েকটি জায়গায় তাঁকে দেওয়াল লিখন করতেও দেখা যায় ৷

পুজো সেরে প্রচারে বেরালেন কৃষ্ণ কল্যাণ
পুজো সেরে প্রচারে বেরালেন কৃষ্ণ কল্যাণ
author img

By

Published : Mar 22, 2021, 4:28 PM IST

রায়গঞ্জ, 22 মার্চ : পৈতৃক মন্দিরে পুজো দিয়ে শুক্রবার থেকে প্রচারে নেমেছেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ গতকাল উকিলপাড়ার রামকৃষ্ণ আশ্রমে পুজো সেরে প্রচারে নামলেন তিনি ৷ পাশাপাশি কয়েকটি জায়গায় তাঁকে দেওয়াল লিখন করতেও দেখা যায় ৷ তাঁর প্রচার মিছিলকে ঘিরে উন্মাদনা দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ৷

বেশ কয়েক বছর আগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এইমস হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ইউপিএ সরকারের প্রয়াত মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী। রাজ্যে বামফ্রন্ট সরকার জমি না দেওয়ায় এইমস হাসপাতাল তৈরি হয়নি। পরবর্তীতে ইউপিএ সরকারের আমলেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ হন প্রিয়-জায়া দীপা দাসমুন্সী। তিনি ওই সরকারের মন্ত্রীও হন। মন্ত্রী হওয়ার সুবাদে তিনি পুনরায় এইমস হাসপাতাল করার চেষ্টা করেন। রাজ্যে সেই সময় তৃণমূল সরকার গঠিত হয়। কিন্তু তৃণমূল সরকারও জমির ব্যবস্থা করেনি ৷

কেন্দ্র-রাজ্যর টানাপোড়েনে রায়গঞ্জ থেকে সরে এইমস হাসপাতাল তৈরি হচ্ছে কল্যাণীতে। ফলে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। এই ইস্যু নিয়ে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, "এলাকার মানুষের আশীর্বাদে আমি বিধায়ক হলে রায়গঞ্জে এইমস হাসপাতালের জন্যদিল্লিতে দরবার করব। এইমস হলেই প্রচুর কর্মসংস্থান হবে ৷ পাশাপাশি লোকজন সুচিকিৎসার সুবিধা পাবেন।"

তিনি আরও বলেন, "ভৌগোলিক অবস্থানের কারণে রাজ্যের কেন্দ্রবিন্দু রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে কলকাতার দুরত্ব 400 কিলোমিটার ৷ অন্যদিকে কোচবিহারের দুরত্বও 400 কিলোমিটার। সুতরাং রাজ্যের সব মানুষই চিকিৎসার জন্য সুবিধা পাবেন।’’ তাঁর দাবি, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদির সরকার হলে পেটে ভাত, মাথায় ছাদ পাওয়া যাবে।

ফের নির্বাচনী প্রচারে কৃষ্ণ কল্যাণ , হাত লাগালেন দেওয়াল লিখনেও

আরও পড়ুন : কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যণী

রায়গঞ্জ, 22 মার্চ : পৈতৃক মন্দিরে পুজো দিয়ে শুক্রবার থেকে প্রচারে নেমেছেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ গতকাল উকিলপাড়ার রামকৃষ্ণ আশ্রমে পুজো সেরে প্রচারে নামলেন তিনি ৷ পাশাপাশি কয়েকটি জায়গায় তাঁকে দেওয়াল লিখন করতেও দেখা যায় ৷ তাঁর প্রচার মিছিলকে ঘিরে উন্মাদনা দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ৷

বেশ কয়েক বছর আগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এইমস হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ইউপিএ সরকারের প্রয়াত মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী। রাজ্যে বামফ্রন্ট সরকার জমি না দেওয়ায় এইমস হাসপাতাল তৈরি হয়নি। পরবর্তীতে ইউপিএ সরকারের আমলেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ হন প্রিয়-জায়া দীপা দাসমুন্সী। তিনি ওই সরকারের মন্ত্রীও হন। মন্ত্রী হওয়ার সুবাদে তিনি পুনরায় এইমস হাসপাতাল করার চেষ্টা করেন। রাজ্যে সেই সময় তৃণমূল সরকার গঠিত হয়। কিন্তু তৃণমূল সরকারও জমির ব্যবস্থা করেনি ৷

কেন্দ্র-রাজ্যর টানাপোড়েনে রায়গঞ্জ থেকে সরে এইমস হাসপাতাল তৈরি হচ্ছে কল্যাণীতে। ফলে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। এই ইস্যু নিয়ে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, "এলাকার মানুষের আশীর্বাদে আমি বিধায়ক হলে রায়গঞ্জে এইমস হাসপাতালের জন্যদিল্লিতে দরবার করব। এইমস হলেই প্রচুর কর্মসংস্থান হবে ৷ পাশাপাশি লোকজন সুচিকিৎসার সুবিধা পাবেন।"

তিনি আরও বলেন, "ভৌগোলিক অবস্থানের কারণে রাজ্যের কেন্দ্রবিন্দু রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে কলকাতার দুরত্ব 400 কিলোমিটার ৷ অন্যদিকে কোচবিহারের দুরত্বও 400 কিলোমিটার। সুতরাং রাজ্যের সব মানুষই চিকিৎসার জন্য সুবিধা পাবেন।’’ তাঁর দাবি, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদির সরকার হলে পেটে ভাত, মাথায় ছাদ পাওয়া যাবে।

ফের নির্বাচনী প্রচারে কৃষ্ণ কল্যাণ , হাত লাগালেন দেওয়াল লিখনেও

আরও পড়ুন : কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যণী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.