রায়গঞ্জ , 12 এপ্রিল : ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে চতুর্থ দফার নির্বাচন ৷ বাকি এখনও চার দফা ৷ তাই পুরোদমে চলছে প্রচার ও জনসংযোগ ৷ এবার হেমতাবাদে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
বিজেপি প্রার্থী চাঁদিমা রায়ের সমর্থনে আজই রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট হাইস্কুলের মাঠেই উপস্থিত থাকতে চলেছেন অমিত শাহ ৷ সেই কর্মসূচি সফল করতে জোরকদমে চলছে প্রস্তুতি ৷ তৈরি করা হচ্ছে মঞ্চ ৷ একইসঙ্গে সেখানে তৈরি করা হয়েছে দু’টি হেলিপ্যাডও ৷
হেমতাবাদের স্থানীয় বিজেপি নেতা গোপাল মজুমদার জানিয়েছেন, প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায়ের সমর্থনে ভোট প্রচারে হেমতাবাদে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিজেপির সকল কার্যকর্তারা এই সভার আয়োজনে কোমর বেঁধে নেমে পড়েছেন ৷ অমিত শাহের প্রচারের উদ্দেশ্যে সেখানে তৈরি করা হয়েছে মিটিংগ্রাউন্ড ও দু’টি হেলিপ্যাড ৷
আরো পড়ুন : ‘গণতন্ত্রে হিংসা নিন্দনীয়’, শীতলকুচির ঘটনায় টুইট রাজ্যপালের
শীতলকুচিতে হওয়া মর্মান্তিক ঘটনার পর ভোটের হাওয়া বেশ গরম হয়ে গিয়েছে ৷ ঘটনায় অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হয়েছে তৃণমূল ৷ যদিও চুপ থাকেননি অমিত শাহ ৷ তিনি শীতলকুচির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়েছেন ৷
এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে আসছেন শাহ ৷ সেখানে শীতলকুচি নিয়ে তিনি কি বলেন তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷