রায়গঞ্জ, 22 এপ্রিল : দীর্ঘদিন ধরে খালসি ব্রিজের দাবিতে এককাট্টা হয়েছিলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের 129 ও 129 এ বুথের বাসিন্দারা ৷ ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দেন তাঁরা ৷ এরপরেই তাঁদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা চালানোর অভিযোগ ওঠে ৷
গ্রামবাসীদের উপর এই হামলায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের মেরে হাত, মুখ ফাটিয়ে দেয় ৷ ভাঙচুর করা হয় তাঁদের বাড়িঘরও ।
‘নো ব্রিজ নো ভোট ’ এই স্লোগানকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই এলাকায় সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কট আন্দোলনে নামেন হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামের বাসিন্দারা । বৃহস্পতিবার ভোট কর্মীরা ভোট গ্রহণের সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখলেও একজন গ্রামবাসীও ভোট দিতে আসেননি । অভিযোগ, এরপর আচমকাই শেরপুর গ্রামে প্রবেশ করে বিশাল কেন্দ্রীয় বাহিনী । কাউকে কোনও কিছু না বলেই গ্রামবাসীদের উপর আক্রমণ চালায় তারা ৷ বাহিনীর লাঠির ঘায়ে আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী । বাদ যাননি গ্রামের মহিলারাও ।
আরও পড়ুন : ব্রিজের দাবিতে ভোট বয়কট রায়গঞ্জে
অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভাঙচুর চালায় গ্রামবাসীদের বাড়িঘরেও । এই ঘটনাকে কেন্দ্র করে শেরপুর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।