ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার 'চুরি', অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা - ব্যালটগুলি বাতিলের দাবি

ভোট কেন্দ্র থেকে জোর করে ব্যালট পেপার নিয়ে যাওয়ার অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই ব্যালটগুলি বাতিলের দাবি জানিয়েছে বিজেপি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 8, 2023, 8:23 AM IST

ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার 'চুরি'

রায়গঞ্জ, 8 জুলাই: নির্বাচনের আগের রাতেই ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ প্রায় 200টি ব্যালট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 168 নম্বর বুথের ঘটনা ।

জানা গিয়েছে, স্থানীয় শ্রীপুর স্কুলে ভোট নেওয়া হচ্ছে ৷ নিয়মা অনুযায়ী সেখানে নির্বাচনের আগের রাত অর্থাৎ শুক্রবার থেকেই সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ তারপরও ওই বুথ থেকে ভয় দেখিয়ে প্রায় 200 টি ব্যালট পেপার নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

এই অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । অবিলম্বে এই বুথের ব্যালট পেপার বাতিলের দাবি তুলেছে বিরোধীরা ৷ বিজেপি নেতা সরজিৎ বিশ্বাসের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখিয়ে প্রায় 200টি ব্যালট পেপার নিয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র থেকে । অবিলম্বে ওই কেন্দ্রের ব্যালট পেপার বাতিল ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনের দাবি তুলেছেন তিনি । তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই শাসকদলের পক্ষ থেকে অবশ্য কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: আদালত ও রাজভবনের শ্যেন দৃ্ষ্টি ! 'অগ্নিপরীক্ষা'য় রাজীবা

প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একাধিক বিষয় নিয়ে বিরোধীরা সরব হয়েছিল ৷ তার মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন ৷ মূলত বিরোধীদের পক্ষ থেকেই এই জানানো হয়েছিল ৷ আদালতের রায়ে অবশেষে নিবার্চন কমিশন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে সম্মত হয় ৷ রাজ্যের ভোট কেন্দ্রগুলিতেও পৌঁছে গিয়েছে ৷

ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার 'চুরি'

রায়গঞ্জ, 8 জুলাই: নির্বাচনের আগের রাতেই ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ প্রায় 200টি ব্যালট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 168 নম্বর বুথের ঘটনা ।

জানা গিয়েছে, স্থানীয় শ্রীপুর স্কুলে ভোট নেওয়া হচ্ছে ৷ নিয়মা অনুযায়ী সেখানে নির্বাচনের আগের রাত অর্থাৎ শুক্রবার থেকেই সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ তারপরও ওই বুথ থেকে ভয় দেখিয়ে প্রায় 200 টি ব্যালট পেপার নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

এই অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । অবিলম্বে এই বুথের ব্যালট পেপার বাতিলের দাবি তুলেছে বিরোধীরা ৷ বিজেপি নেতা সরজিৎ বিশ্বাসের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখিয়ে প্রায় 200টি ব্যালট পেপার নিয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র থেকে । অবিলম্বে ওই কেন্দ্রের ব্যালট পেপার বাতিল ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনের দাবি তুলেছেন তিনি । তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই শাসকদলের পক্ষ থেকে অবশ্য কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন: আদালত ও রাজভবনের শ্যেন দৃ্ষ্টি ! 'অগ্নিপরীক্ষা'য় রাজীবা

প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একাধিক বিষয় নিয়ে বিরোধীরা সরব হয়েছিল ৷ তার মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন ৷ মূলত বিরোধীদের পক্ষ থেকেই এই জানানো হয়েছিল ৷ আদালতের রায়ে অবশেষে নিবার্চন কমিশন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে সম্মত হয় ৷ রাজ্যের ভোট কেন্দ্রগুলিতেও পৌঁছে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.