ETV Bharat / state

করণদিঘিতে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা - নিষিদ্ধ কাফ সিরাপ পাচার

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে করণদিঘি থানার বিকোর বাজারের কাছে পুলিশ রায়গঞ্জের দিক থেকে আসা বিহারের নম্বর প্লেট বসানো একটি গাড়ি আটকায় । পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 61 বোতল কাফ সিরাপ উদ্ধার করে ।

arms and cough syrup seized
arms and cough syrup seized
author img

By

Published : Oct 21, 2020, 8:57 PM IST

রায়গঞ্জ, 21 অক্টোবর : নাকা চেকিং চলাকালীন করণদিঘি থানার বিকোর বাজার এলাকায় বিহারের এক ব্যক্তির কাছ থেকে একটি রিভলভার সহ ছয় রাউন্ড কার্তুজ এবং 61 বোতল কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি । গাড়ির চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গরিব নওয়াজ এবং মহম্মদ আলি । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে করণদিঘি থানার বিকোর বাজারের কাছে পুলিশ রায়গঞ্জের দিক থেকে আসা বিহারের নম্বর প্লেট বসানো একটি গাড়ি আটকায় । পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 61 বোতল কাফ সিরাপ উদ্ধার করে । ওই গাড়ি থেকেই বিহারের বাইসি গ্রামের বাসিন্দা গরিব নওয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি শুরু করে । গাড়ির সিটের নিচ থেকে একটি অত্যাধুনিক রিভলভার এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় । গাড়ির চালক মহম্মদ আলিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি । রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "এক ব্যক্তিকে বেআইনি অস্ত্র এবং কাফ সিরাপ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

রায়গঞ্জ, 21 অক্টোবর : নাকা চেকিং চলাকালীন করণদিঘি থানার বিকোর বাজার এলাকায় বিহারের এক ব্যক্তির কাছ থেকে একটি রিভলভার সহ ছয় রাউন্ড কার্তুজ এবং 61 বোতল কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি । গাড়ির চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গরিব নওয়াজ এবং মহম্মদ আলি । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে করণদিঘি থানার বিকোর বাজারের কাছে পুলিশ রায়গঞ্জের দিক থেকে আসা বিহারের নম্বর প্লেট বসানো একটি গাড়ি আটকায় । পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 61 বোতল কাফ সিরাপ উদ্ধার করে । ওই গাড়ি থেকেই বিহারের বাইসি গ্রামের বাসিন্দা গরিব নওয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি শুরু করে । গাড়ির সিটের নিচ থেকে একটি অত্যাধুনিক রিভলভার এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় । গাড়ির চালক মহম্মদ আলিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি । রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "এক ব্যক্তিকে বেআইনি অস্ত্র এবং কাফ সিরাপ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.