ETV Bharat / state

আমফান : দক্ষিণবঙ্গে পরিষেবা ফেরানোর কাজে পাঠানো হল রায়গঞ্জ বিদ্যুৎ শ্রমিকদের

author img

By

Published : May 31, 2020, 12:51 PM IST

বনগাঁয় আগেই রায়গঞ্জ ডিভিশন থেকে 20 জনের একটি দল পাঠানো হয়েছিল । আজ 35জনের কয়েকজন দক্ষ শ্রমিকের একটি দল বারাসতের উদ্দেশ্যে পাঠাল বিদ্যুৎ বিলি বণ্টন বিভাগের রায়গঞ্জ ডিভিশন । বিদ্যুৎদপ্তরের এই দক্ষ শ্রমিকরা দক্ষিণবঙ্গের শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করবে ।

raiganj
raiganj

রায়গঞ্জ, 31মে : আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে রায়গঞ্জ বিদ্যুৎদপ্তর থেকে শ্রমিকদের পাঠানো হল । বিদ্যুৎ বিভাগের রায়গঞ্জ ডিভিশন থেকে আজ সকালে বিশেষ বাসে 35জনের একটি দক্ষ দলকে উত্তর 24 পরগনার বারাসতের উদ্দেশে পাঠানো হয় । এর আগে 20জনের একটি দল বনগাঁয় পাঠানো হয়েছে বলে জানালেন বিদুৎ বিলি বণ্টন বিভাগের রায়গঞ্জ রিজিওনাল ম্যানেজার সুকান্ত মণ্ডল ।

কোরোনা আবহে কিছুটা আশঙ্কা রয়েছে । তবে এখনও বিদ্যুৎ পরিষেবা ফেরেনি দক্ষিণবঙ্গের অনকে জায়গায় । সেখানকার মানুষকে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যেই তাঁরা যাচ্ছেন বলে জানালেন প্রকাশ সরকার নামে দপ্তরের এক প্রশিক্ষিত শ্রমিক ।

প্রায় দুই সপ্তাহ আগে আমফানের তাণ্ডবে তছনছ হয়ে যায় দক্ষিণবঙ্গেরসাতটি জেলা । হাজার হাজার গাছ পড়ে । উপড়ে যায় বিদ্যুতের খুঁটি । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা । দ্রুত বিদ্যুৎ পরিষেবা ফেরানোর কাজ শুরু করেন রাজ্যের বিদ্যুৎ কর্মীরা । কিন্তু ক্ষয়ক্ষতি এতটাই বেশি যে এখনও অনেক জায়গায় পরিস্থিতি স্বাভাবিক করা যয়ানি । আজও দক্ষিণবঙ্গের

বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে ।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিদ্যুৎ বিলি বণ্টন বিভাগের কর্মীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন । বিদ্যুৎ বিভাগের আরও দক্ষ শ্রমিকের প্রয়োজন ।

বনগাঁয় আগেই রায়গঞ্জ ডিভিশন থেকে 20 জনের একটি দল পাঠানো হয়েছিল । আজ 35জনের কয়েকজন দক্ষ শ্রমিকের একটি দল বারাসতে পাঠাল বিদ্যুৎ বিলি বণ্টন বিভাগের রায়গঞ্জ ডিভিশন । বিদ্যুৎদপ্তরের এই দক্ষ শ্রমিকরা দক্ষিণবঙ্গের শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করবে ।

রায়গঞ্জ, 31মে : আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে রায়গঞ্জ বিদ্যুৎদপ্তর থেকে শ্রমিকদের পাঠানো হল । বিদ্যুৎ বিভাগের রায়গঞ্জ ডিভিশন থেকে আজ সকালে বিশেষ বাসে 35জনের একটি দক্ষ দলকে উত্তর 24 পরগনার বারাসতের উদ্দেশে পাঠানো হয় । এর আগে 20জনের একটি দল বনগাঁয় পাঠানো হয়েছে বলে জানালেন বিদুৎ বিলি বণ্টন বিভাগের রায়গঞ্জ রিজিওনাল ম্যানেজার সুকান্ত মণ্ডল ।

কোরোনা আবহে কিছুটা আশঙ্কা রয়েছে । তবে এখনও বিদ্যুৎ পরিষেবা ফেরেনি দক্ষিণবঙ্গের অনকে জায়গায় । সেখানকার মানুষকে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যেই তাঁরা যাচ্ছেন বলে জানালেন প্রকাশ সরকার নামে দপ্তরের এক প্রশিক্ষিত শ্রমিক ।

প্রায় দুই সপ্তাহ আগে আমফানের তাণ্ডবে তছনছ হয়ে যায় দক্ষিণবঙ্গেরসাতটি জেলা । হাজার হাজার গাছ পড়ে । উপড়ে যায় বিদ্যুতের খুঁটি । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা । দ্রুত বিদ্যুৎ পরিষেবা ফেরানোর কাজ শুরু করেন রাজ্যের বিদ্যুৎ কর্মীরা । কিন্তু ক্ষয়ক্ষতি এতটাই বেশি যে এখনও অনেক জায়গায় পরিস্থিতি স্বাভাবিক করা যয়ানি । আজও দক্ষিণবঙ্গের

বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে ।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিদ্যুৎ বিলি বণ্টন বিভাগের কর্মীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন । বিদ্যুৎ বিভাগের আরও দক্ষ শ্রমিকের প্রয়োজন ।

বনগাঁয় আগেই রায়গঞ্জ ডিভিশন থেকে 20 জনের একটি দল পাঠানো হয়েছিল । আজ 35জনের কয়েকজন দক্ষ শ্রমিকের একটি দল বারাসতে পাঠাল বিদ্যুৎ বিলি বণ্টন বিভাগের রায়গঞ্জ ডিভিশন । বিদ্যুৎদপ্তরের এই দক্ষ শ্রমিকরা দক্ষিণবঙ্গের শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.