রায়গঞ্জ, 24 মে : ‘‘বিজেপি মানবিকতা হারিয়ে ফেলেছে ৷ এই দলের নেতাদের মনুষ্যত্ব বা বিবেক নেই ৷ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েটকে এই অতিমারির আবহে সিবিআইকে দিয়ে গ্রেফতার করিয়েছে তারা ৷ এই দলটা আগে কোনও দিন করিনি ৷ তাই এদের চরিত্র বুঝতে পারিনি ৷’’ এমনই মন্তব্য করেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অমল আচার্য ৷
তাঁর মোহভঙ্গ হয়েছে বলেই তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন উত্তর দিনাজপুরের ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য ৷ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে দলত্যাগ করেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপিতে নাম লেখান ইটাহারের দু’বারের বিধায়ক অমল আচার্য ৷
গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তাঁকে বিজেপির জেলা সহ-সভাপতির পদও দেওয়া হয় ৷ কিন্তু বিজেপির আচরণে ক্ষুব্ধ তিনি ৷ এই প্রসঙ্গে অমল বলেন, ‘‘এই অতিমারির আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী কোভিড মোকাবিলার আপ্রাণ চেষ্টা করছেন, রাজ্যের মানুষকে করোনার হাত থেকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়েই বিজেপি প্রতিহিংসাপরায়ণ হয়ে রাজ্যের দুই মন্ত্রী-সহ চারজনকে গ্রেফতার করে হেনস্থা করছে ৷’’
আরও পড়ুন : সোনালি গুহ কি তৃণমূলে ফিরে পুরনো সম্মান পাবেন ?
এই ঘটনাকে চূড়ান্ত অমানবিকতার নজির বলেই মনে করেন অমল ৷ আর সেই কারণেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতে চান তিনি ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই বিক্ষুদ্ধ এই শুভেন্দু অনুগামী তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার জন্য দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন ৷