ETV Bharat / state

পুলিশি হেপাজতে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ রায়গঞ্জে, রাতেই ময়নাতদন্ত! - BJP কর্মীর মৃত্যু রায়গঞ্জে

বুধবার রাতেই BJP কর্মীর মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যালের পুলিশ মর্গে নিয়ে আসা হয়। BJP-র দাবি, নিয়ম মেনে দিনের আলোয় মেজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে।

allegedly BJP party member died in police custody
পুলিশি
author img

By

Published : Sep 3, 2020, 4:08 AM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: BJP কর্মীর মৃত্যু হয়েছে পুলিশ হেপাজতে, এমন অভিযোগ উঠল রায়গঞ্জে । তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ও এক পুলিশ কর্মী ওই BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷

মৃতের নাম অনুপ রায় (24)। তিনি কিছুদিন আগেই BJP-তে যোগ দিয়েছিলেন বলে দাবি BJP-র জেলা সভাপতির। বুধবার রাতেই তাঁর মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যালের পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে রয়েছে পুলিশ বাহিনী। এদিকে, মৃতের ময়নাতদন্ত নিয়ে পুলিশ অতি তৎপর বলে অভিযোগ জেলা BJP-র। BJP-র দাবি, নিয়ম মেনে দিনের আলোয় মেজিস্ট্রেটের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত করতে হবে। স্থানীয় BJP কর্মীদের আরও অভিযোগ, বুধবার বিকেলে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ও একজন পুলিশ কর্মী অনুপ রায়কে বাড়ি থেকে ডেকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায়৷

এই প্রসঙ্গে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "আমাদের কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ ও তৃণমূলের গুণ্ডা বাহিনী। তাই রাতের অন্ধকারেই ময়নাতদন্ত করা হয়েছে। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাইছি।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করি। পরে তাঁর শরীর খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। হাসাপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷"

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: BJP কর্মীর মৃত্যু হয়েছে পুলিশ হেপাজতে, এমন অভিযোগ উঠল রায়গঞ্জে । তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ও এক পুলিশ কর্মী ওই BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷

মৃতের নাম অনুপ রায় (24)। তিনি কিছুদিন আগেই BJP-তে যোগ দিয়েছিলেন বলে দাবি BJP-র জেলা সভাপতির। বুধবার রাতেই তাঁর মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যালের পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে রয়েছে পুলিশ বাহিনী। এদিকে, মৃতের ময়নাতদন্ত নিয়ে পুলিশ অতি তৎপর বলে অভিযোগ জেলা BJP-র। BJP-র দাবি, নিয়ম মেনে দিনের আলোয় মেজিস্ট্রেটের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত করতে হবে। স্থানীয় BJP কর্মীদের আরও অভিযোগ, বুধবার বিকেলে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ও একজন পুলিশ কর্মী অনুপ রায়কে বাড়ি থেকে ডেকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায়৷

এই প্রসঙ্গে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "আমাদের কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ ও তৃণমূলের গুণ্ডা বাহিনী। তাই রাতের অন্ধকারেই ময়নাতদন্ত করা হয়েছে। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাইছি।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করি। পরে তাঁর শরীর খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। হাসাপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.