ETV Bharat / state

সোনালী গুহর পর অমল আচার্য, দলে ফিরতে চেয়ে চিঠি মমতাকে - অমল আচার্য

তৃণমূল বিপুলভাবে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় ফেরার পর থেকে দলছাড়া অনেকেই আবার পুরনো দলে ফিরতে চাইছেন ৷ সোনালী গুহর পথ ধরেই এ বার এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য ৷

After Sonali Guha now amal acharjee want to return in tmc, send letter to mamata banerjee
সোনালী গুহর পর অমল আচার্য, দলে ফিরতে চেয়ে চিঠি মমতাকে
author img

By

Published : May 23, 2021, 12:11 PM IST

Updated : May 23, 2021, 5:39 PM IST

রায়গঞ্জ, 23 মে: সোনালী গুহের পর এ বার উত্তর দিনাজপুরের ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য ৷ তিনিও পুরোনো দলে ফিরতে চেয়ে দলের কাছে লিখিত আবেদন করলেন । তবে তাঁর আবেদনে এখনও সাড়া দেয়নি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । দলে ফিরতে চেয়ে আবেদন করলেও তাঁকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ।

2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইটাহার কেন্দ্রে অমল আচার্যকে প্রার্থী না-করে সেই কেন্দ্রে মুশারফ হোসেনকে প্রার্থী করেছিল । নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি । অমল আচার্য প্রার্থী হতে না-পারায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । যোগদান মঞ্চে তিনি ঘোষণা করেছিলেন, তৃণমূল কংগ্রেস তাঁর প্রতি যে অবিচার করেছে, সেই অবিচারের জবাব ইটাহারের মানুষ দেবেন ।

তবে বাস্তবে দেখা গিয়েছে উল্টো ছবি ৷ ইটাহারের মানুষ স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন তরুণ প্রার্থী মুশারফ হোসেনের প্রতি আস্থা রাখেন । নির্বাচনে প্রায় 44 হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি । অমল আচার্য দু বার ইটাহার কেন্দ্র থেকে জয়ী হলেও এই বিরাট ব্যবধানে তিনি কখনও জয়ী হতে পারেননি । দলের কাছে তাঁর খুব বেশি গ্রহণযোগ্যতা আছে বলে মনে করে না রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে

বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় 9টি আসনের মধ্যে 7টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । জেলায় এই বিপুল জয়ের পর ফের অমল আচার্যকে দলে ফেরানো নিয়েও রাজ্য নেতৃত্ব 2 বার ভাববে । অমলবাবুর আবেদনের বিষয়ে জেলা নেতৃত্ব অন্ধকারেই রয়েছে । তিনি ফোনে জানিয়েছেন, তৃণমুল কংগ্রেসে ফেরার জন্য দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে লিখিতভাবে জানিয়েছেন । পাশাপাশি অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান অমল আচার্য ।

তৃণমূলে ফিরতে চান অমল আচার্য

অন্যদিকে ইটাহারের তৃণমুল কংগ্রেসের বিধায়ক মুশারফ হোসেন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না ।

রায়গঞ্জ, 23 মে: সোনালী গুহের পর এ বার উত্তর দিনাজপুরের ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য ৷ তিনিও পুরোনো দলে ফিরতে চেয়ে দলের কাছে লিখিত আবেদন করলেন । তবে তাঁর আবেদনে এখনও সাড়া দেয়নি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । দলে ফিরতে চেয়ে আবেদন করলেও তাঁকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ।

2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইটাহার কেন্দ্রে অমল আচার্যকে প্রার্থী না-করে সেই কেন্দ্রে মুশারফ হোসেনকে প্রার্থী করেছিল । নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি । অমল আচার্য প্রার্থী হতে না-পারায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । যোগদান মঞ্চে তিনি ঘোষণা করেছিলেন, তৃণমূল কংগ্রেস তাঁর প্রতি যে অবিচার করেছে, সেই অবিচারের জবাব ইটাহারের মানুষ দেবেন ।

তবে বাস্তবে দেখা গিয়েছে উল্টো ছবি ৷ ইটাহারের মানুষ স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন তরুণ প্রার্থী মুশারফ হোসেনের প্রতি আস্থা রাখেন । নির্বাচনে প্রায় 44 হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি । অমল আচার্য দু বার ইটাহার কেন্দ্র থেকে জয়ী হলেও এই বিরাট ব্যবধানে তিনি কখনও জয়ী হতে পারেননি । দলের কাছে তাঁর খুব বেশি গ্রহণযোগ্যতা আছে বলে মনে করে না রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে

বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় 9টি আসনের মধ্যে 7টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । জেলায় এই বিপুল জয়ের পর ফের অমল আচার্যকে দলে ফেরানো নিয়েও রাজ্য নেতৃত্ব 2 বার ভাববে । অমলবাবুর আবেদনের বিষয়ে জেলা নেতৃত্ব অন্ধকারেই রয়েছে । তিনি ফোনে জানিয়েছেন, তৃণমুল কংগ্রেসে ফেরার জন্য দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে লিখিতভাবে জানিয়েছেন । পাশাপাশি অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান অমল আচার্য ।

তৃণমূলে ফিরতে চান অমল আচার্য

অন্যদিকে ইটাহারের তৃণমুল কংগ্রেসের বিধায়ক মুশারফ হোসেন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না ।

Last Updated : May 23, 2021, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.