ETV Bharat / state

নবি দিবসের শোভাযাত্রায় দুর্ঘটনা , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2 - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই

আজ সকালে ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রামে নবি দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রায় অংশ নিয়ে একটি পিক আপ ভ্যানে কয়েকজন বাড়ি ফিরছিলেন । সেই সময় দুর্ঘটনাটি ঘটে ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই
author img

By

Published : Oct 30, 2020, 3:03 PM IST

রায়গঞ্জ, 30 অক্টোবর : ইসলামপুরের শিয়ালতোড় গ্রামে নবি দিবসের শোভাযাত্রা সেরে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার জড়িয়ে দুর্ঘটনা । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই নাবালকের । মৃতদের নাম মহম্মদ রেজাব (11) ও সঞ্জলি খাতুন (10) । তাদের বাড়ি ইসলামপুর থানার শিয়ালতোড় গ্রামে ।

এদিকে দুর্ঘটনায় আহত আটজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । আজ সকালে ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রামে নবি দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রায় অংশ নিয়ে একটি পিক আপ ভ্যানে বেশ কয়েকজন বাড়ি ফিরছিলেন । গাড়িতে তাদের হাতে ছিল বাঁশের ঝাণ্ডা । গুঞ্জরিয়া থেকে দেড় কিলোমিটার আসার পর গাড়িতে বসে থাকা যাত্রীদের ঝাণ্ডায় বিদ্যুতের তার জড়িয়ে যায় ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থানে মৃত্যু হয় মহম্মদ রেজাব ও সঞ্জলি খাতুনের । ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্কার বলেন, "বিদ্যুতের তারে বাঁশের ঝাণ্ডা জড়িয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ।" খবর পেয়ে ঘটনাস্থানে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি ।

রায়গঞ্জ, 30 অক্টোবর : ইসলামপুরের শিয়ালতোড় গ্রামে নবি দিবসের শোভাযাত্রা সেরে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার জড়িয়ে দুর্ঘটনা । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই নাবালকের । মৃতদের নাম মহম্মদ রেজাব (11) ও সঞ্জলি খাতুন (10) । তাদের বাড়ি ইসলামপুর থানার শিয়ালতোড় গ্রামে ।

এদিকে দুর্ঘটনায় আহত আটজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । আজ সকালে ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রামে নবি দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রায় অংশ নিয়ে একটি পিক আপ ভ্যানে বেশ কয়েকজন বাড়ি ফিরছিলেন । গাড়িতে তাদের হাতে ছিল বাঁশের ঝাণ্ডা । গুঞ্জরিয়া থেকে দেড় কিলোমিটার আসার পর গাড়িতে বসে থাকা যাত্রীদের ঝাণ্ডায় বিদ্যুতের তার জড়িয়ে যায় ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থানে মৃত্যু হয় মহম্মদ রেজাব ও সঞ্জলি খাতুনের । ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্কার বলেন, "বিদ্যুতের তারে বাঁশের ঝাণ্ডা জড়িয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ।" খবর পেয়ে ঘটনাস্থানে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.