ETV Bharat / state

Abhishek Banerjee: '100 দিনের মন কি বাত করছেন, কিন্তু একশো দিনের কাজের টাকা নিয়ে চুপ', মোদিকে কটাক্ষ অভিষেকের - উত্তর দিনাজপুরে অভিষেক

সোমবার রায়গঞ্জের দলীয় সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কটাক্ষ করেন 'মন কি বাত' অনুষ্ঠান নিয়েও ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 1, 2023, 10:09 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

রায়গঞ্জ, 1 মে: রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর শততম পর্ব ৷ এই অনুষ্ঠান নিয়ে সোমবার কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন উত্তর দিনাজপুর জেলার করনদিঘি এবং রায়গঞ্জের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন,"প্রধানমন্ত্রী 100 দিনের মন কি বাত অনুষ্ঠান করলেন, আর রাজ্যের মানুষ 100 দিনের প্রকল্পের টাকার অভাবে কাজ পাচ্ছেন না ।"

উল্লেখ্য, 25 এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের নব জোয়ার যাত্রা ৷ অভিষেকের নেতৃত্বে রাজ্যের শাসকদলের এই কর্মসূচি চলার কথা 25 জুন পর্যন্ত ৷ সোমবার ছিল এই কর্মসূচির সপ্তম দিন । এদিন উত্তর দিনাজপুরের করণদিঘি হাই স্কুল ময়দান ও কর্নজোড়া স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অভিষেকের সভার জনসভার আয়োজন করা হয়েছিল । দুই সভা থেকেই বিজেপি ও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

করণদিঘিতে অভিষেক বলেন,"দিদি যা কথা দেয়, দিদি তা পালন করেন । আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের অধিকারের স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেস শেষ পর্য৷ন্ত লড়বে ৷ আমরা জাতপাত, মৃত্যু নিয়ে রাজনীতি করি না । আমাদের কাছে রাজনীতি হল রোটি, কাপরা, মকান । প্রধানমন্ত্রী সারাদেশ জুড়ে করছেন মন কি বাত । 100তম পর্ব আপনি করছেন কিন্তু 100 দিনের কাজে মানুষের টাকা বন্ধ আর আপনার মুখ থেকে একটাও শব্দ বের হয়নি ৷"

আরও পড়ুন: গরুপাচার মামলায় 4 মে পর্যন্ত অনুব্রতর জেল হেফাজত

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এই জন সংযোগ যাত্রার মাধ্যমে গণভোটে পঞ্চায়েতে দলীয় প্রার্থী ঠিক করা হবে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে এদিন তাঁর বক্তব্য, বাংলার টাকা কেন্দ্রীয় সরকার নিজেদের গায়ের জোরে আটকে রেখেছে ৷ তাই এমন পঞ্চায়েত গরতে হবে যে পঞ্চায়েতে প্রধান, উপ-প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এক ফোনে মানুষের কাজ সমাধান করতে পারবে ৷ মানুষ যখন চাইবে তখনই মানুষ তাঁকে পাশে পাবে ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

রায়গঞ্জ, 1 মে: রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর শততম পর্ব ৷ এই অনুষ্ঠান নিয়ে সোমবার কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন উত্তর দিনাজপুর জেলার করনদিঘি এবং রায়গঞ্জের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন,"প্রধানমন্ত্রী 100 দিনের মন কি বাত অনুষ্ঠান করলেন, আর রাজ্যের মানুষ 100 দিনের প্রকল্পের টাকার অভাবে কাজ পাচ্ছেন না ।"

উল্লেখ্য, 25 এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের নব জোয়ার যাত্রা ৷ অভিষেকের নেতৃত্বে রাজ্যের শাসকদলের এই কর্মসূচি চলার কথা 25 জুন পর্যন্ত ৷ সোমবার ছিল এই কর্মসূচির সপ্তম দিন । এদিন উত্তর দিনাজপুরের করণদিঘি হাই স্কুল ময়দান ও কর্নজোড়া স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অভিষেকের সভার জনসভার আয়োজন করা হয়েছিল । দুই সভা থেকেই বিজেপি ও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

করণদিঘিতে অভিষেক বলেন,"দিদি যা কথা দেয়, দিদি তা পালন করেন । আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের অধিকারের স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেস শেষ পর্য৷ন্ত লড়বে ৷ আমরা জাতপাত, মৃত্যু নিয়ে রাজনীতি করি না । আমাদের কাছে রাজনীতি হল রোটি, কাপরা, মকান । প্রধানমন্ত্রী সারাদেশ জুড়ে করছেন মন কি বাত । 100তম পর্ব আপনি করছেন কিন্তু 100 দিনের কাজে মানুষের টাকা বন্ধ আর আপনার মুখ থেকে একটাও শব্দ বের হয়নি ৷"

আরও পড়ুন: গরুপাচার মামলায় 4 মে পর্যন্ত অনুব্রতর জেল হেফাজত

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এই জন সংযোগ যাত্রার মাধ্যমে গণভোটে পঞ্চায়েতে দলীয় প্রার্থী ঠিক করা হবে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে এদিন তাঁর বক্তব্য, বাংলার টাকা কেন্দ্রীয় সরকার নিজেদের গায়ের জোরে আটকে রেখেছে ৷ তাই এমন পঞ্চায়েত গরতে হবে যে পঞ্চায়েতে প্রধান, উপ-প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এক ফোনে মানুষের কাজ সমাধান করতে পারবে ৷ মানুষ যখন চাইবে তখনই মানুষ তাঁকে পাশে পাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.